Advertisment

ত্রিপুরার ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিক সাহার

রবিবার আগরতলার রাজভবনে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
Manik Saha takes oath as 11th chief minister of tripura

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মানিক সাহার।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। রবিবার ত্রিপুরার ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মানিক সাহা। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ আগরতলার রাজভবনে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারায়ণ।

Advertisment

শনিবার বিকেলে সবাইকে অবাক করে দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীত্বের কুর্সি ছাড়েন বিপ্লব দেব। দলীয় সংগঠনেই ফিরতে চান তিনি, রাজভবনে পদত্যাগপত্র জমা দেওয়ার পর বেরনোর সময় সাংবাদিকদের এমনই জানিয়েছিলেন বিপ্লব দেব। তারও আগে শুক্রবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন বিপ্লব দেব। তারপর শনিবার ত্রিপুরায় ফিরেই পদত্যাগ করেছেন তিনি।

বিপ্লব দেবের স্থলাভিষিক্ত হলেন মানিক সাহা। গতকাল বিকেলে ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পরেই প্রবল বিক্ষোভ দেখা যায় রাজ্য বিজেপির অন্দরেই। প্রকাশ্যে হাতাহাতিতেও জড়াতে দেখা গিয়েছে ক্যাবিনেট মন্ত্রীদের কয়েকজনকে। মানিক সাহাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি দলের একাংশের নেতাদের। যদিও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই সেই আপত্তি ধোপে টেকেনি। আগামী বছরেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তাই আপাতত আগামী ১০ মাস রাজ্যের ভার মানিক সাহার কাঁধে।

আরও পড়ুন- তেলেঙ্গানাতেও শাহর মুখে বাংলার ‘হিংসা’, চ্যালেঞ্জ কেসিআর-কে

কংগ্রেসি ঘরানায় রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়া মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গেরুয়া দলে যোগ দেওয়ার ৬ বছরের মাথায় দল তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসাল। আগামী বছরেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে উত্তর-পূর্বের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বদল রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পেশায় চিকিৎসক মানিক সাহা বর্তমানে রাজ্যসভার সাংসদ। ত্রিপুরা বিজেপির সভাপতি পদেও রয়েছেন তিনি।

Read story in English

bjp tripura CM
Advertisment