/indian-express-bangla/media/media_files/2024/12/27/ZyVp1XeLX4UZxBYI6Lkt.jpg)
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য কবে, কখন অনুষ্ঠিত হবে? জেনে নিন সরকারি প্রটোকল Photograph: (ফাইল চিত্র)
Manmohan Singh Last Rites: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই সময়ে সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যর দিনে সব হাইকমিশনার ও দূতাবাসে ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাজ্যগুলির পাশাপাশি দেশের সব কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
ভারতের অর্থনৈতিক সংস্কারের 'স্থপতি' মনমোহন সিং বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর রাতে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মোদী-মমতা সহ দেশের রাজনীতির জগতের তাবড় ব্যক্তিত্বরা। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মৃত্যুতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেছেন, "তাঁর প্রয়াণ দেশ এবং কংগ্রেসের জন্য অত্যন্ত দুঃখের। আমরা আমাদের মহান নেতাকে হারালাম। তিনি আরও বলেন,"প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার সম্পন্ন হবে" ।
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, চোখের জলে 'শেষ বিদায়' মোদীর
আজ সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। এই সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানানো হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে সরকার আজকের সমস্ত কর্মসূচি বাতিল করেছে। বেলগাভিতে CWC-এর বিশেষ বৈঠক বাতিল করেছে কংগ্রেস। দিল্লিতে পৌঁছেছেন দলের সব নেতারা।
সংবাদ সংস্থা এএনআই-জানিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর মরদেহ আগামীকাল, ২৮ ডিসেম্বর কংগ্রেস সদর দফতরে নিয়ে আসা হবে। সেখানে সাধারণ মানুষ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। রাত ১০ টা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজঘাটের কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
কাঁটাতার পেরিয়ে ভারতে ১০ বাংলাদেশি, ঢুকতেই ধরল পুলিশ
রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে আগামীকালই শেষকৃত্য সম্পন্ন হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। দেশের প্রতি তার অবদান ও মর্যাদাকে সম্মান জানানোর পাশাপাশি শেষকৃত্যের আগে তেরঙায় মোড়ানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ। ২১ গান স্যালুটের মধ্য দিয়ে বিদায় জানানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। মনমোহন সিংয়ের শেষ কৃত্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি সামরিক ব্যান্ড ও সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কৃত্যে অংশ নেবেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডাঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শুক্রবার নির্ধারিত সকল সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।