Advertisment

West Bengal News Updates : চাকরির নামে হাজারের বেশি প্রার্থীর থেকে টাকা তুলেছে 'পার্থ অ্যান্ড কোং', দাবি সিবিআইয়ের

West Bengal News Updates Today 27 Dec, 2024:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Updates: প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। বৃহস্পতিবার রাতে দিল্লির AIIMS-এ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় একসঙ্গে কাজের দিনগুলির কথা শোকবার্তায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। "তাঁর পাণ্ডিত্য ও প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত", শোকবার্তায় লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে তৃণমূলের এক পুরপ্রধানের কাছ থেকে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতার শেক্সপিয়র সরণি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তোলাবাজির টাকা চেয়ে পূর্ব বর্ধমানের কালনার পুরপ্রধান আনন্দ দত্তের কাছে ফোন যায়। ধাপে ধাপে ৫ লক্ষ টাকা চায় তোলাবাজরা। পুরপ্রধান থানায় অভিযোগ জানাতেই জালে পড়ে তোলাবাজরা।

অন্যদিকে আগামী সোমবার সন্দেশখালি (Sandeshkhali) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ ডিসেম্বর তিনি সন্দেশখালিতে যাচ্ছেন। ওই দিন দ্বীপাঞ্চলে সরকারি পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সরকারি সভা থেকে ওই দিন ২০ হাজার মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

  • Dec 27, 2024 15:39 IST

    West Bengal News Live: একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল

    বর্ষশেষে তুমুল ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা নিত্যযাত্রীদের। শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। শিয়ালদহ ডিভিশনে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলার জেরে ৭ ঘণ্টা ট্র্যাফিক ব্লক নেওয়ার পরিকল্পনা করেছে রেল। তারই জেরে শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। অর্থাৎ ২৮ (শনিবার) ও ২৯ ডিসেম্বর (রবিবার) বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। এই ট্রেন বাতিলের প্রভাব পড়তে পারে বনগাঁ,হাবড়া,ডানকুনি শাখায়।

    বিস্তারিত পড়ুন- local train cancelled: একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, বর্ষশেষে তুমুল ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের



  • Dec 27, 2024 14:33 IST

    West Bengal News Live: আমবাগানে আধপোড়া দেহ

    আমবাগানে উদ্ধার অর্ধদগ্ধ মৃতদেহ। ঘটনাস্থলেই খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাঁচল ২ নং ব্লকের মালতীপুর এলাকায়। এলাকার বিডিও অফিসের পিছনে আমবাগান থেকে একটি আধপোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। 

    বিস্তারিত পড়ুন-Malda News: হাড়হিম কাণ্ড মালদায়! আমবাগানে আধপোড়া দেহ কার? চাঞ্চল্য চরমে



  • Advertisment
  • Dec 27, 2024 14:10 IST

    West Bengal News Live: বিস্ফোরক দাবি CBI-এর

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-এর। চাকরি দেওয়ার নামে এক হাজারের বেশি চাকরিপ্রার্থীর থেকে টাকা তুলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার সঙ্গীরা। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই। শুক্রবারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে আদালতে।



  • Dec 27, 2024 13:25 IST

    West Bengal News Live: 'কাটমানি' না দেওয়ায় রূপশ্রীর ফর্ম বাতিল

    পঞ্চায়েতের সমীক্ষককে 'কাটমানি' দিতে না পারায় বাতিল হয়ে গেল রূপশ্রী প্রকল্পের ফর্ম। এক উপভোক্তার বিস্ফোরক অভিযোগ সরকারি এই প্রকল্পের ব্লক এবং পঞ্চায়েতের একাংশের সমীক্ষকদের বিরুদ্ধে। এক্ষেত্রে বড়সড় প্রশ্নের মুখে স্তানীয় ব্লক প্রশাসনের ভূমিকা। মালদার চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিষয়টি নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Malda News: 'কাটমানি' না দেওয়ায় রূপশ্রীর ফর্ম বাতিল, কাঠগড়ায় সরকারি আধিকারিকরাই



  • Dec 27, 2024 12:54 IST

    West Bengal News Live: SSKM প্রাণ বাঁচাল বৃদ্ধের

    অপারেশনের পর রোগীর পেটের মধ্যেই থেকে গিয়েছিল প্রায় ২৫ সেন্টিমিটারের একটি গজ কাপড়। উত্তরপ্রদেশের হাসপাতালে চিকিৎসা হয়েছিল ওই রোগীর। অস্ত্রোপচারের পরেও রোগী সুস্থ না হওয়ায় উদ্বেগ বাড়ছিল পরিবারের। শেষমেষ কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করানো হয় যোগী রাজ্যের বাসিন্দা ওই রোগীকে। জটিল অস্ত্রোপচারে তাঁর পেট থেকে বের করা হয় সেই গজ কাপড়।


    বিস্তারিত পড়ুন- West Bengal News: যোগীরাজ্যে অপারেশনের পর পেটেই গজ কাপড়, SSKM প্রাণ বাঁচাল বৃদ্ধের



  • Dec 27, 2024 11:30 IST

    West Bengal News Live: গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

    কলকাতায় গ্রেফতার বাংলাদেশী অনুপ্রবেশকারী। কলকাতার পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে মহম্মদ আবিউর রহমান নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের নতুনগঞ্জের বাসিন্দা ওই যুবক বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে ঢুকে পড়েছিল। গোপন সূত্রে এই খবর পৌঁছে যায় পুলিশের কাছে। তারপরেই গতরাতে তাকে মার্কুইস স্ট্রিট থেকে গ্রেফতার করে পুলিশ। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে নকল পরিচয় পত্র তৈরি করে ফেলে আবিউর। তাকে দফায় দফায় জেরা গোয়েন্দাদের।



  • Dec 27, 2024 11:15 IST

    West Bengal News Live: চিকিৎসকদের ধর্না আরও ৫ দিন

    আরজি কর (RG Kar) ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ আপাতত চলবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চিকিৎসক সংগঠনকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের।

    বিস্তারিত পড়ুন- RG Kar: আরজি কর ইস্যুতে ধর্মতলায় চিকিৎসকদের ধর্না আরও ৫ দিন, অনুমতি হাইকোর্টের



  • Dec 27, 2024 10:53 IST

    West Bengal News Live:রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!

    বান্দোয়ান ছেড়ে এবার পুরুলিয়ার মানবাজারের (Manbazar) জঙ্গলে বাঘিনী জিনাত। টানা ৫ দিন বান্দোয়ানের রাইকার জঙ্গলে ঘাপটি মেরে পড়েছিল ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে আসা বাঘিনী জিনাত। এবার বান্দোয়ান ছেড়ে মানবাজারের জঙ্গলে ঢুকেছে রয়েল বেঙ্গল টাইগারটি। স্বাভাবিকভাবেই চূড়ান্ত আতঙ্ক গোটা এলাকায়। ভয়ে তটস্থ লাগোয়া এলাকার বাসিন্দারা। জঙ্গলের পথ এড়াতে বারবার ঘোষণা বনদফতরের।

    বিস্তারিত পড়ুন- Tiger in Purulia: লেজে খেলাচ্ছে বাঘিনী জিনাত, পর্যটনের মরশুমে রয়্যাল আতঙ্কে কাঁটা পুরুলিয়া!



  • Dec 27, 2024 10:12 IST

    West Bengal News Live:গ্রেফতার ১০ বাংলাদেশি

    কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগে ফের গ্রেফতারি। এবার নদিয়ায় গ্রেফতার করা হয়েছে ১০ বাংলাদেশিকে। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে ৫ ভারতীয় নাগরিকও। এরা দালালের কাজ করতো। ১০ জন বাংলাদেশিকে আদালতে তোলা হয়েছিল। তাদের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। 



  • Dec 27, 2024 09:49 IST

    West Bengal News Live:উইকেন্ডে ঝেঁপে বৃষ্টি

    বছর শেষে উধাও শীত। ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা ডিসেম্বর শেষেও অধরা। বরং বর্ষবরণের এই সন্ধিক্ষণে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের একবার তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে (Darjeeling)। 

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: উধাও শীত! উইকেন্ডে ঝেঁপে বৃষ্টি, ঠান্ডার দুরন্ত কামব্যাক সামনের সপ্তাহেই?



  • Dec 27, 2024 09:05 IST

    West Bengal News Live: মনমোহন সিংয়ের প্রয়াণে শোকাহত মমতা

    "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আকস্মিক মৃত্যুতে গভীরভাবে স্তম্ভিত এবং দুঃখিত। আমি তার সাথে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাকে খুব কাছ থেকে দেখেছি। তার পাণ্ডিত্য এবং প্রজ্ঞা ছিল প্রশ্নাতীত। দেশে তার দ্বারা যে আর্থিক সংস্কারের সূচনা হয়েছিল তার গভীরতা ব্যাপকভাবে স্বীকৃত। দেশ তার নেতৃত্ব মিস করবে এবং আমি তার স্নেহ মিস করব। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।" প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকবার্তায় লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Bangla News Bengali News Today Manmohan Singh news in west bengal news of west bengal Manmohan Singh passes away
Advertisment