কংগ্রেসের ডাকা ভারত বনধে জোড় হাত তুলে সমর্থন জানিয়েছে বেশ কয়েকটি বিরোধী দল। দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট হয়ে প্রতিবাদ উনিশের ভোটযুদ্ধের আগে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের সমর্থনে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, লোকসভা ভোটের আগে এটা খুব তাৎপর্যপূর্ণ যে বিরোধীরা এক হয়েছে। তিনি আরও বলেন, এই একতাকে অটুট রেখেই সামনের দিকে এগোতে হবে।
২০১৯ সালে লোকসভা ভোটে মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপরেই এদিন জোর দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বললেন, "যে দলগুলো বর্তমান সরকারের বিরোধিতা করছে, সব মতপার্থক্য দূরে সরিয়ে তাদের একজোট হওয়া উচিত। বিরোধী ঐক্য বজায় রাখা দরকার।" তিনি আরও বলেন, "কেন্দ্রে দল বদলের সময় এসেছে, এবং এটা খুব তাড়াতাড়িই হবে।"
আরও পড়ুন, Bharat Bandh Today Live Updates: মোদীর ‘নীরবতা’ নিয়ে কটাক্ষ রাহুলের
অন্যদিকে, দেশে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মনমোহন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালের ভোটে বর্তমান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ। পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। মনমোহন আরও বলেন, পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গিয়েছে। কৃষক, ব্যবসায়ী, তরুণরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়েছেন। সাধারণ মানুষের জন্য সরকার তার প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।
এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজঘাট থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষ হয় রামলীলা ময়দানে। ভারত বনধের অংশ হিসেবে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।