Mann Ki Baat: সংবিধান, মহাকুম্ভ, ম্যালেরিয়া, ক্যান্সার নিরাময় নিয়ে 'মন কি বাত'-এর ১১৭তম পর্বে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নিয়েছেন।
মোদীর আজকের মন কি বাত অনুষ্ঠানে উঠে আসে সংবিধান নিয়ে অনেক কথা। এ সময় তিনি মহাকুম্ভ ও প্রয়াগরাজের কথাও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, "২০২৫ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হওয়ার ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়।" তিনি আরও বলেন, "দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সাথে সংযুক্ত করতে, http://constitution75.com নামে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। ভিন্ন ভিন্ন ভিন্ন ভাষায় সংবিধান পড়ার সুযোগ মিলবে।
প্রধানমন্ত্রী মন কি বাত শ্রোতাদের, স্কুল কলেজের পড়ুয়াদের ওয়েবসাইটের অংশ হওয়ার জন্য আহ্বান জানান। মহাকুম্ভের প্রস্তুতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী সম্প্রতি প্রয়াগরাজ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। মন কি বাত অনুষ্ঠানে তিনি মহাকুম্ভের প্রস্তুতির কথাও উল্লেখ করেছিলেন। মোদী বলেন, "মহাকুম্ভের বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্র্যেতেও রয়েছে। এই অনুষ্ঠানে কোটি কোটি মানুষ একত্রিত হয়। লক্ষ লক্ষ সাধু, হাজার হাজার ঐতিহ্য, শত শত সম্প্রদায় একত্রিত হয়। বৈচিত্র্যের মধ্যে এমন এমন একতার দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না' । পাশাপাশি মোদী বলেন, 'বস্তার অলিম্পিক থেকে একটি নতুন বিপ্লবের জন্ম দিয়েছে '।
প্রধানমন্ত্রী মোদী বলেন, "ম্যালেরিয়া ছিল দেশের অন্যতম চ্যালেঞ্জ। WHO-এর মতে, দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমেছে। তিনি বলেন, ম্যালেরিয়া মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমনকি স্বাধীনতার সময়ও এটি ছিল আমাদের সবচেয়ে বড় স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল। আজ আমি সন্তুষ্টির সঙ্গে বলতে পারি যে, দেশবাসী একসঙ্গে এই চ্যালেঞ্জকে শক্তভাবে মোকাবেলা করেছে।