Latest West Bengal News Updates: শেষ হল 'বাঘ-বন্দী' খেলা, জালে জিনাত, হাঁফ ছাড়ল বন কর্মীরা। একটানা লুকোচুরির পর অবশেষে ঘুম পাড়ানি গুলিতে ঘুম পাড়িয়ে বাগে আনা সম্ভব হল জিনাতকে। বাঁকুড়া র জঙ্গলে রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জিনাতকে ট্রাঙ্কুলাইজ করা হয়। গুলি করার আধ ঘন্টা পর খাঁচা বন্দী করা হয় জিনাতকে।
টানা ৯ দিন রাজ্যের জঙ্গলে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে সে। তাকে বাগে আনতে রীতিমত কাল ঘাম ছুটেছিল বন দফতরের আধিকারিকদের। গতকাল রাতভর দু’বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। অবশেষে রবিবার দুপুরে ঘুমপাড়ানি গুলি করে জিনাতকে বাগে আনে বন দফতরের কর্মীরা। ওড়িশা, বাঁকুড়া , পুরুলিয়ার বন দফতরের কর্মীদের তৎপরতাতেও শেষ হল বাঘ-বন্দী খেলা।
My heartiest congratulations to the forest officials of West Bengal on the successful rescue of the tigress- Zeenat. My sincere gratitude to the district administration, police, panchayat functionaries and the local people for their invaluable support and collaboration in this… pic.twitter.com/KHJQHLhOzK
— Mamata Banerjee (@MamataOfficial) December 29, 2024
বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে উগ্রবাদ। হিন্দুদের উপর চলছে লাগাতার নির্যাতন। ভারত বিদ্বেষের বীজ যেন ডাল-পালা মেলে বেড়াচ্ছে পদ্মাপাড়ে। পাকিস্তানের উপর ভিসার নিয়ম শিথিল করেছে ইউনূস সরকার। এরপরই বাংলাদেশ হয়ে ভারতে জঙ্গি নাশকতা চালাতে পারে পাক জঙ্গি সংগঠন। এমনটাই আশঙ্কা গোয়েন্দাদের। বাংলাদেশে সক্রিয় হচ্ছে ISI।
একের পর এক অনুপ্রবেশের ঘটনা কপালে ভাঁজ ফেলেছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যে বেশ কয়েকজনকে পাসপোর্ট ও অবৈধ নথি তৈরির দায়ে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে জনসাধারণকে শান্ত নিশ্চিন্তে থাকার পরামর্শ দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সম্প্রতি রাজ্যে একের পর জাল পাসপোর্টকে হাতিয়ার করেই এরাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। রাজ্যে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা এমন আশঙ্কায় সতর্ক পুলিশ-প্রশাসন।
এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের দায় BSF-এর ঘাড়েই চাপালেন রাজ্য পুলিশের ডিজি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য ও কলকাতা পুলিশ বলেও রাজ্যবাসীকে আশ্বস্ত করেছন তিনি। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গির বিষয়ে রাজ্যের এসটিএফ জম্মু-কাশ্মীর পুলিশকে তথ্য দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সীমান্ত সমস্যা নিয়ে বিএফএফের সঙ্গে যোগাযোগ রেখে চলছে রাজ্য পুলিশ বলেও জানিয়েছেন রাজীব কুমার। পাসপোর্ট ভেরিফেকিশন প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতির কথা বিবেচনা করে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর আগে বিরোধী দলনেতা পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে নিশানা করেছেন।
থেমে নেই বাংলাদেশ... হিন্দু মহিলাকে গণধর্ষণ, মৃত্যু...!
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা অব্যাহত। নড়াইলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বছর ৫২-এর ওই মহিলার। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রতিবেশী জানিয়েছেন, ওই মহিলাকে গণধর্ষণ করা হয়। এর পাশাপাশি চলে লাগাতার নির্যাতন। ঘটনার জেরে লজ্জায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন তিনি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে প্রতিদিন চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা। ধর্মীয় স্থানকে টার্গেট করা হচ্ছে। এর পাশাপাশি হিন্দুদের দোকানপাট, ঘর বাড়িতেও হামলা চালানো হচ্ছে।
বইমেলা থেকে ব্রাত্য বাংলাদেশ, চরম টানাপোড়েনে বড় সিদ্ধান্ত
ভয়াবহ বিমান দুর্ঘটনা
বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার দুর্ঘটনার মুখে দক্ষিণ কোরিয়ার বিমান। জানা গিয়েছে অবতরণের ঠিক মুখে ১৮১ জন যাত্রী নিয়ে রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। বিমান দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। মিডিয়া রিপোর্ট অনুসারে জেজু এয়ারের এই বিমানটি থাইল্যান্ড থেকে ফিরছিল। দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি একটি দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা লাগার সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। খবর লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। বিমানের ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের বের করে আনা হচ্ছে।
সাংসদ হচ্ছেন সন্দেশখালির রেখা? শুভেন্দুর মন্তব্য চর্চায়! মমতার পরের দিনই দ্বীপাঞ্চলে BJP নেতা
শীতের কামড়
হাতে গোণা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই বর্ষবরণের আনন্দে মেতে উঠবেন সাধারণ মানুষ। বর্ষবরণের রাতে কলকাতায় যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য চলবে বাড়তি নজরদারি। মহিলা হয়রানি রুখতে বিশেষ নজরদারি চালাবে কলকাতা পুলিশ। পাশাপাশি মত্ত অবস্থায় গাড়ি চালানো বন্ধে থাকছে কড়াকড়ি। রাস্তায় মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ, জানিয়েছেন কলকাতার নগরপাল।
ম্যাজিকের মত ভাগ্য বদল! কর্মজীবনে বিরাট অর্থপ্রাপ্তি, জানুয়ারিতে স্বপ্নের দুনিয়ায় ভাসবেন আপনি
বড়দিনে সেভাবে ঠাণ্ডা উপভোগ করতে পারেন নি শহরবাসী তবে বর্ষবরণে মিলবে ঠাণ্ডার আমেজ। রাজ্যের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনার পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাড় কাঁপানো ঠান্ডার দাপট দেখা দিতে পারে রাজ্যের একাধিক জেলায়। কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামতে পারে বলেই পূর্বাভাস।
ভোট প্রস্তুতি বিজেপির
২৯শে ডিসেম্বর দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী দুটি জনসভা করবেন। দ্বিতীয় জনসভা হবে ৩ জানুয়ারি। রোহিণীর জাপানিজ পার্কে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির ক্ষমতা দখলের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ময়দানে নামছে বিজেপি, এর জন্য নির্বাচনী কৌশলও তৈরি করেছে বিজেপি। দিল্লিতে AAP সরকারকে পরাজিত করতে, দলের হেভিওয়েট নেতাদের নির্বাচনী প্রচারে মাঠে নামবে। যেটি ২৯ শে ডিসেম্বর অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচারের সাথে শুরু হতে চলেছে। এ কর্মসূচি সফল করতে দল পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোকের কারণে একাধিক সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।
-
Dec 29, 2024 18:54 ISTWest Bengal News Live Updates: শেষ হল বাঘ-বন্দী খেলা, জালে জিনাত
শেষ হল 'বাঘ-বন্দী' খেলা, জালে জিনাত, হাঁফ ছাড়ল বন কর্মীরা। একটানা লুকোচুরির পর অবশেষে ঘুম পাড়ানি গুলিতে ঘুম পাড়িয়ে বাগে আনা সম্ভব হল জিনাতকে। বাঁকুড়া র জঙ্গলে রবিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ জিনাতকে ট্রাঙ্কুলাইজ করা হয়।
টানা ৯ দিন রাজ্যের জঙ্গলে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে সে। তাকে বাগে আনতে রীতিমত কাল ঘাম ছুটেছিল বন দফতরের আধিকারিকদের। গতকাল রাতভর দু’বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। অবশেষে রবিবার দুপুরে ঘুমপাড়ানি গুলি করে জিনাতকে বাগে আনে বন দফতরের কর্মীরা। ওড়িশা, বাঁকুড়া , পুরুলিয়ার বন দফতরের কর্মীদের তৎপরতাতেও শেষ হল বাঘ-বন্দী খেলা।
-
Dec 29, 2024 13:32 ISTWest Bengal News Live Updates: অনুপ্রবেশ, জঙ্গি নাশকতা নিয়ে কী জানালেন রাজ্য পুলিশের ডিজি?
বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে উগ্রবাদ। হিন্দুদের উপর চলছে লাগাতার নির্যাতন। ভারত বিদ্বেষের বীজ যেন ডাল-পালা মেলে বেড়াচ্ছে পদ্মাপাড়ে। পাকিস্তানের উপর ভিসার নিয়ম শিথিল করেছে ইউনূস সরকার। এরপরই বাংলাদেশ হয়ে ভারতে জঙ্গি নাশকতা চালাতে পারে পাক জঙ্গি সংগঠন। এমনটাই আশঙ্কা গোয়েন্দাদের। বাংলাদেশে সক্রিয় হচ্ছে ISI। একের পর এক অনুপ্রবেশের ঘটনা কপালে ভাঁজ ফেলেছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যে বেশ কয়েকজনকে পাসপোর্ট ও অবৈধ নথি তৈরির দায়ে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে জনসাধারণকে শান্ত নিশ্চিন্তে থাকার পরামর্শ দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সম্প্রতি রাজ্যে একের পর জাল পাসপোর্টকে হাতিয়ার করেই এরাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। রাজ্যে ঘাঁটি গাড়ছে জঙ্গিরা এমন আশঙ্কায় সতর্ক পুলিশ-প্রশাসন। গতকালই পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। এনিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতারের সংখ্যা পৌঁছেছে সপ্তমে।
এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের দায় BSF-এর ঘাড়েই চাপালেন রাজ্য পুলিশের ডিজি। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য ও কলকাতা পুলিশ বলেও রাজ্যবাসীকে আশ্বস্ত করেছন তিনি। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গির বিষয়ে রাজ্যের এসটিএফ জম্মু-কাশ্মীর পুলিশকে তথ্য দিয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সীমান্ত সমস্যা নিয়ে বিএফএফের সঙ্গে যোগাযোগ রেখে চলছে রাজ্য পুলিশ বলেও জানিয়েছেন রাজীব কুমার। পাসপোর্ট ভেরিফেকিশন প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতির কথা বিবেচনা করে ভেরিফিকেশন প্রক্রিয়ায় সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর আগে বিরোধী দলনেতা পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সরকারকে নিশানা করেছেন।
-
Dec 29, 2024 12:57 ISTWest Bengal News Live Updates: বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মহিলার
বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু হল শঙ্করী সর্দার নামে এক মহিলার। কী কারণে বিস্ফোরণ? খতিয়ে দেখছেন ফরেন্সিক টিম। বড়দিন-বর্ষবরণ উপলক্ষ্যে বাজির চাহিদা থাকে তুঙ্গে। সেই কারণে চম্পাহটির বাজি কারখানায় ছিল চূড়ান্ত ব্যস্ততা। স্থানীয়দের দাবি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে। তা থেকে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার দুপুরে চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজি ব্যবসায়ীর বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় সেখানে। গুরুতর আহত অবস্থায় তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে মৃত্যু হয় শঙ্করী সর্দার নামে ওই মহিলার। হাসপাতাল সূত্রে খবর শরীরের প্রায় ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল ওই মহিলার।
-
Dec 29, 2024 11:44 ISTWest Bengal News Live Updates: বিরাট অভিযানে আটক একাধিক বাংলাদেশি
ভারত-বাংলাদেশ টানটান উত্তেজনার মধ্যে আগরতলা স্টেশনে থেকে আটক একাধিক বাংলাদেশি নাগরিক। জিআরপি এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) যৌথ দল তল্লাশি চালিয়ে মোট সাত জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে এর মধ্যে চার বাংলাদেশি নাগরিক ও দুই চোরাকারবারি রয়েছেন। পুলিশ সূত্রে খবর সকলেই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে।
-
Dec 29, 2024 11:16 ISTWest Bengal News Live Updates: দিল্লিতে BJP-এর নির্বাচনী প্রস্তুতি শুরু মোদীর হাত ধরেই
২৯শে ডিসেম্বর দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী দুটি জনসভা করবেন। দ্বিতীয় জনসভা হবে ৩ জানুয়ারি। রোহিণীর জাপানিজ পার্কে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির ক্ষমতা দখলের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ময়দানে নামছে বিজেপি, এর জন্য নির্বাচনী কৌশলও তৈরি করেছে বিজেপি। দিল্লিতে AAP সরকারকে পরাজিত করতে, দলের হেভিওয়েট নেতাদের নির্বাচনী প্রচারে মাঠে নামবে। যেটি ২৯ শে ডিসেম্বর অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচারের সাথে শুরু হতে চলেছে। এ কর্মসূচি সফল করতে দল পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোকের কারণে একাধিক সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে।
-
Dec 29, 2024 11:05 ISTWest Bengal News Live Updates: অপ্রাপ্তবয়স্কদেরও ভোট দানের সুপারিশ
অপ্রাপ্তবয়স্কদেরও ভোট দানের সুপারিশ, ইউনূস-বিএনপি দ্বন্ধ চরমে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস অপ্রাপ্তবয়স্কদেরও ভোটাধিকারের সুপারিশ করেছেন। এই প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের অপ্রাপ্তবয়স্করা অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরাও ভোট দেওয়ার যোগ্য হবেন। তবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ন্যূনতম ভোটের বয়স কমিয়ে ১৭ বছর করার সুপারিশের সমালোচনা করেছে।
বিএনপি বলেছে, এতে নির্বাচন কমিশনের ওপর চাপ পড়বে এবং নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। ইউনূস (৮৪), যিনি আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত হন, শুক্রবার ন্যূনতম ভোটের বয়স কমিয়ে ১৭ বছর করার সুপারিশ করেছিলেন, ঢাকা ট্রিবিউন জানিয়েছে। ভিডিও বার্তায় ইউনূস বলেছিলেন, “আমি মনে করি ভোট দেওয়ার বয়স ন্যূনতম ১৭ বছর করা উচিত যাতে (তরুণরা) তাদের ভবিষ্যৎ নিয়ে মতামত দিতে পারে।”
-
Dec 29, 2024 10:51 ISTWest Bengal News Live Updates: 'ডিজিট্যাল আরেস্টের' শিকার তৃণমূল নেতা, পুলিশি জেরার মুখে বিজেপি বিধায়ক
ডিজিট্যাল আরেস্টের শিকার তৃণমূল নেতা? অভিষেকের নামে তোলাবাজি কাণ্ডে এবার কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব। শেক্সপিয়র থানাইয় বিজেপি বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত একটি হুমকি ফোন পান তাতে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ আনা হয়। বলা হয় ৫ লক্ষ টাকা দিলেও পুলিশি ধরপাকড় থেকে মুক্তি পাবেন তিনি। সেই কাণ্ডের তদন্তে নেমে পুলিশ কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে তলব করে পাশাপাশি এই কাণ্ডে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ককে তলব করতে চলছে কলকাতা পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহারের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে।
-
Dec 29, 2024 10:36 ISTWest Bengal News Live Updates: মনমোহন সিংয়ের শেষকৃত্য নিয়ে চূড়ান্ত বিতর্ক
মনমোহন সিংয়ের শেষকৃত্য নিয়ে চূড়ান্ত বিতর্ক, ইচ্ছাকৃত অপমানের অভিযোগ কংগ্রেসের। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিল্লির নিগম বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। তবে শেষকৃত্য নিয়ে জোরালো হয়েছে রাজনৈতিক বিতর্ক। এ নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন কংগ্রেস সহ আরও অনেক দলের নেতারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারের বিরুদ্ধে মনমোহন সিং কে ইচ্ছাকৃত অপমান করার অভিযোগ এনেছেন।
-
Dec 29, 2024 09:52 ISTWest Bengal News Live Updates: বাংলাদেশিদের বিরুদ্ধে অ্যাকশনে দিল্লি
দিল্লিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। ইতিমধ্যে একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। ডিসিপি সুরেন্দ্র চৌধুরী জানিয়েছেন, দিল্লিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের শনাক্ত করতে জেলার সব থানাকে তাদের এলাকায় তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছি। এছাড়া সন্দেহভাজন ৪০০ জনকে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।
-
Dec 29, 2024 09:22 ISTWest Bengal News Live Updates: বর্ষবরণে ঠান্ডার কামড়!
একাধিক জেলার তাপমাত্রাও ১০ ডিগ্রি কিংবা তারও নিচে নেমে যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। বর্ষবরণে দার্জিলিং সহ রাজ্যের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার চাদরে মুড়তে পারে উত্তরের প্রায় সব জেলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীত কামড় বসাতে পারে। বর্ষশেষের রাতে মহানগরীতেও জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
Dec 29, 2024 09:21 ISTWest Bengal News Live Updates: অপ্রতিরোধ্য বাঘিনি জিনাত.... ! চলছে 'বাঘ-বন্দী' খেলা
অপ্রতিরোধ্য বাঘিনি জিনাত। টানা ৯ দিন রাজ্যের জঙ্গলে জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে সে। তাকে বাগে আনতে রীতিমত কাল ঘাম ছুটেছে বন দফতরের আধিকারিকদের। বন দফতর সূত্রে খবর, রাতভর দু’বার ঘুমপাড়ানি গুলি করার পরেও তাকে অচেতন করা সম্ভব হয়নি। ফলে জিনাতকে খাঁচাবন্দী করে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে ফেরত পাঠানো পরিকল্পনা এখনও অধরাই।