/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/mayawati-759.jpg)
বসপা নেত্রী মায়াবতী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
পাঁচ রাজ্যে বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। গেরুয়া শিবির ধসে পড়েছে পাঁচ রাজ্যেই। এর মধ্যে মধ্যপ্রদেশও রয়েছে। মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করবে মায়াবতীর বিএসপি। বুধবার এমনটাই জানিয়েছেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, মায়াবতী বলেছেন ক্ষমতা থেকে বিজেপিকে দূরে রাখাই তাঁদের মূল লক্ষ্য। মঙ্গলবারের এক সাক্ষাৎকারে নেত্রী বলেছেন, “রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের ফলাফল থেকে পরিষ্কার, শাসক দলের জন বিরোধী নীতির জন্য মানুষ বিজেপির ওপর ক্ষুব্ধ। বিজেপির বিকল্প হিসেবে তাই কংগ্রেসকেই ভোট দিয়েছেন মানুষ।
#WATCH: "To keep BJP out of power we have agreed to support Congress in Madhya Pradesh and if need be in Rajasthan, even though we don't agree with many of their policies,"says Mayawati, BSP #AssemblyElections2018pic.twitter.com/1gr6RFRZHO
— ANI (@ANI) December 12, 2018
আরও পড়ুন, ‘হার-জিত জীবনের অংশ’, গেরুয়া শিবিরে ধস নামার পর মোদীর টুইট
তিনি আরও বলেছেন, "কংগ্রেসের সব নীতির সঙ্গে সহমত পোষণ করি না আমরা। কিন্তু মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। দরকার পড়লে রাজস্থানেও করব।
রাজস্থান এবং মধ্যপ্রদেশে সরকার গড়ার জন্য যথাক্রমে ১০১ এবং ১১৬ হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে মধ্যপ্রদেশে বিএসপি-র দু'টি আসন এবং রাজস্থানে ৬ টি আসন যোগ হলে কংগ্রেসের পক্ষে সরকার গড়ার ক্ষেত্রে আর সমস্যা থাকবে না।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে বিধানসভার আগে কংগ্রেসের সঙ্গে প্রাক নির্বাচনী জোটে না গিয়ে স্বাধীন ভাবে লড়েছিল বিএসপি।
Read the full story in English