/indian-express-bangla/media/media_files/2024/12/07/j533qtfA1F1WFDO5BMuU.jpg)
'লক্ষ্য শুধুমাত্র মুসলিম ভোটব্যাঙ্ক'...! বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনায় কংগ্রেসকে নিশানা করে গর্জে উঠলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
Mayawati On Bangladesh Violence: 'লক্ষ্য শুধুমাত্র মুসলিম ভোটব্যাঙ্ক'...! বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনায় কংগ্রেসকে নিশানা করে গর্জে উঠলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
বিএসপি সুপ্রিমো মায়াবতী বাংলাদেশের হিংসা ইস্যুতে কংগ্রেস এবং এসপিকে তীব্র নিশানা করেছেন। বিএসপি সুপ্রিমো বলেছেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে কংগ্রেস আজ নীরব'। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দুদের এদেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন।
ভারতের বিরুদ্ধে হুমকি, জিহাদিদের উৎসাহিত করছে ইউনূস সরকার?
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রতিদিনই হামলার খবর প্রকাশ্যে আসছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ভারতেও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে দিকে দিকে বিক্ষোভ প্রতিবাদ দেখা যাচ্ছে। এখন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি সুপ্রিমো মায়াবতী এই বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে বেশিরভাগ দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষ নির্যাতনের শিকার। এর পরেও কংগ্রেস ও সমাজবাদী পার্টি নীরব। কংগ্রেস ও এসপি তাদের মুসলিম ভোটারদের খুশি করতেই ব্যস্ত।
বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেছেন যে প্রতিবেশী দেশ বাংলাদেশে বিপুল সংখ্যক হিন্দু নৃশংসতার শিকার হচ্ছে। এই মানুষদের অধিকাংশই দলিত এবং দুর্বল শ্রেণীর মানুষ। কেন্দ্রের কাছে তিনি আর্জি জানিয়েছেন,দলিত সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার।
সোমবারই ঢাকা সফরে ভারতের বিদেশ সচিব
মায়াবতী বলেন, সংসদে বিরোধীরা দেশ ও জনস্বার্থের ইস্যু উত্থাপনের পরিবর্তে নিজস্ব রাজনৈতিক স্বার্থের বিষয়গুলি উত্থাপন করছে। বিশেষ করে এসপি এবং কংগ্রেস সম্বলের হিংসা নিয়ে মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তারা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কোন বিবৃতি দেয়নি। তিনি আরও বলেন, মুসলিম সম্প্রদায়কেও রাজনৈতিক দলগুলির ভোটব্যাঙ্কের রাজনীতি সম্পর্কে সজাগ থাকতে হবে। পাশাপাশি মায়াবতী বলেন, সরকারের উচিত পূর্ণ উদ্যমে দায়িত্ব পালন করা। সেখানকার সরকারের সঙ্গে কথা বলে শোষণের শিকার হওয়া সংখ্যালঘুদের ভারতে ফিরিয়ে আনা।