Advertisment

Bangladesh News: ভারতের বিরুদ্ধে হুমকি, জিহাদিদের উৎসাহিত করছে ইউনূস সরকার?

Bangladesh News: শুক্রবার ঢাকার রাস্তায় কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের সদস্যদের ঢাকার রাস্তায় প্রকাশ্যে আইএসআইএসের পতাকা হাতে নিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গিয়েছে। পুলিশের ভূমিকা সেখানে নীরব দর্শক।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh News:

হাতে আইএসআইএসের পতাকা, ভারতের বিরুদ্ধে হুমকি

Bangladesh News: হাতে আইএসআইএসের পতাকা, ভারতের বিরুদ্ধে হুমকি, জিহাদিদের উৎসাহিত করছে ইউনূস সরকার? দেখুন আসল  বাংলাদেশের চেহারা....!

Advertisment

শুক্রবার ঢাকার রাস্তায় কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের সদস্যদের  ঢাকার রাস্তায় প্রকাশ্যে আইএসআইএসের পতাকা হাতে নিয়ে ভারতের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গিয়েছে। পুলিশের ভূমিকা সেখানে নীরব দর্শক।   

ভারত ও বাংলাদেশের মধ্যে হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তেজনা চরমে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে। নোবেল শান্তি পুরস্কার জয়ী মহম্মদ ইউনূস বাংলাদেশকে জিহাদিদের শক্ত ঘাঁটিতে পরিণত  করার লক্ষ্যে কাজ করছেন।  বাংলাদেশে এখন প্রকাশ্যে আইএসআইএসের পতাকা ওড়ানো শুরু হয়েছে। ভারত ও হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। পুলিশ এই সকল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন প্রকার অ্যাকশন না নিয়ে তাদের রক্ষা করার চেষ্টা করছে। 

জিহাদিরা ভারতকে হুমকি দেওয়াও শুরু করেছে। হ্যাঁ, শুক্রবার ঢাকায় ভারতের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ করেছে মুসলিম সংগঠনগুলো। ঢাকার রাস্তায় কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের  সদস্যদের আইএসআইএসের পতাকা ওড়াতে দেখা গেছে। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। 

এতদিন বাংলাদেশে হিন্দুদের প্রতি বিদ্বেষের ছবি ধরা পড়েছে । তাদের ওপর ক্রমাগত চলেছে  নিপীড়ন। এখন মুসলিম সংগঠনগুলিভারতকে আক্রমণ করার হুমকি দিচ্ছে। প্রকাশ্যে রাজপথে নেমে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। ক্রমাগত ভারতবিরোধী পদক্ষেপ  নিয়ে পাকিস্তান ও চিনকে খুশি করার চেষ্টা করছেন ইউনূস সরকার। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নৃশংসতা অব্যাহত রয়েছে।

Bangladesh
Advertisment