scorecardresearch

এয়ার স্ট্রাইক: ‘‘মশা মেরেও কি গুনব?’’

‘রাত সাড়ে ৩টের সময় অনেক মশা ছিল।মশা মারার জন্য কীটনাশক ব্যবহার করেছিলাম। তাই বলে কী, কত মশা মরেছে, তা কি গুনব না ঘুমোব?’’

vk singh, ভি কে সিং
ভি কে সিং। ছবি: প্রবীণ জৈন, ইন্ডিয়ান এক্সপ্রেস।

বালাকোটে এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সঙ্গে এবার মশা মারার তুলনা টেনে বিরোধীদের ‘বিদ্রুপ’ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। বালাকোট অভিযানে ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে, এ নিয়ে লাগাতার প্রশ্ন করছে বিরোধীরা। এর জবাব দিতে গিয়ে এদিন টুইটে ভি কে সিং লিখেছেন, ‘‘রাত সাড়ে ৩টের সময় অনেক মশা ছিল। মশা মারার জন্য কীটনাশক ব্যবহার করেছিলাম। তাই বলে কী, কত মশা মরেছে, তা কি গুনব না ঘুমোব?’’


উল্লেখ্য, গত রবিবার গুজরাতে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, ‘‘বালাকোটে এয়ার স্ট্রাইকে আড়াইশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’’ শাহর এহেন দাবি নিয়ে আসরে নামে বিরোধীরা। কীভাবে শাহ এই তথ্য জানতে পারলেন, সে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী নেতারা। বিজেপি সভাপতির এহেন বক্তব্যের পাল্টা জবাব দিতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। শাহর বক্তব্য ‘অনুমানভিত্তিক’ বলে পাল্টা দাবি করেন বিজেপি নেতারা। মঙ্গলবার ভি কে সিং-ই এ প্রসঙ্গে বলেন, ‘‘অমিত শাহ নির্দিষ্ট করে কোনও সংখ্যা বলেননি। আনুমানিক সংখ্যা বলেছেন।’’

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে ‘কৌশলী’ বিজেপি

এয়ার স্ট্রাইকে ঠিক কতজন জঙ্গি মারা গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, কপিল সিব্বলরা। বিরোধীদের প্রশ্নবানের ধাক্কায় বিজেপি নয়া ‘কৌশল’ নিয়েছে বলে খবর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বালাকোটে এয়ার স্ট্রাইক কত জন জঙ্গি মারা গিয়েছে, সে ব্যাপারে কোনও সংখ্যা না উল্লেখ করতে দলীয় নেতাদের পরামর্শ দিয়েছে নেতৃত্ব।

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ থেকে আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সকলেই এয়ার স্ট্রাইকে জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে বেশি সতর্ক। জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে সরাসরি জবাব না দিয়ে বিরোধীদের উদ্দেশে বিজেপি নেতাদের একটাই বক্তব্য, ভারতীয় সেনার উপর ভরসা রাখুন। এয়ার স্ট্রাইকের প্রমাণ চাওয়া বন্ধ করুন।

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদ যেমন বলেছেন, ‘‘সরকারের হয়ে জঙ্গি মৃত্যুর সংখ্যা আমি দেব না। আগেই বলেছি, ৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীর পেরিয়েছিল। বড়সড় হামলা চালিয়ে ২০-২৫ মিনিট পর ফিরেছিল।’’ অন্যদিকে, জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে শাহর বক্তব্য প্রসঙ্গে রবিশংকর বলেছেন, ‘‘বায়ুসেনা জানিয়েছে, এটা সরকার জানাবে। দলের সভাপতি যা বলেছেন, সেটা হয়তো অনুমানভিত্তিক। সংখ্যাটা বেশিও হতে পারে…আমরা এ নিয়ে চর্চা চাই না।’’

উল্লেখ্য, সোমবার ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া বলেন, ‘‘কতজন জঙ্গির মৃত্যু হয়েছে, সেই সংখ্যা গোনা ভারতীয় বায়ুসেনার কাজ নয়। এটা সরকারই জানাবে।’’

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Minister vk singhs retort on balakot casualties mosquitoes