Narendra Modi in Parliament: এলেন, বসলেন, চলে গেলেন, রাজ্যসভায় কোনও প্রশ্নের উত্তর না দিয়েই কক্ষত্যাগ মোদীর

Modi Stays Silent in Parliament: রিপোর্ট বলছে, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী সংসদের প্রশ্নোত্তর পর্বে একদিনও কোনও উত্তর দেননি। আজও তাঁর অন্যথা হয়নি। তিনি কোনও উত্তর না দিয়েই ৩০ মিনিট পর উঠে চলে যান।

Modi Stays Silent in Parliament: রিপোর্ট বলছে, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী সংসদের প্রশ্নোত্তর পর্বে একদিনও কোনও উত্তর দেননি। আজও তাঁর অন্যথা হয়নি। তিনি কোনও উত্তর না দিয়েই ৩০ মিনিট পর উঠে চলে যান।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi in Parliament: তিনি কোনও উত্তর না দিয়েই ৩০ মিনিট পর উঠে চলে যান

PM Modi in Parliament: তিনি কোনও উত্তর না দিয়েই ৩০ মিনিট পর উঠে চলে যান

PM Modi Parliament Silence News: এলেন, বসলেন, চুপ করে শুনলেন, তার পর উঠে চলে গেলেন। বৃহস্পতিবার এটাই ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সংসদ ভবনে কার্যকলাপ। এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে আচমকাই কক্ষে প্রবেশ করেন মোদী। তিনি ঢুকতেই বিজেপি এবং এনডিএ সাংসদরা উঠে দাঁড়ান। তাঁকে স্বাগত জানান। সঙ্গে টেবিলও চাপড়ান। ওঠে মোদী-মোদী স্লোগান।

Advertisment

কিন্তু যাঁর জন্য এত কিছু, তিনি নিজে মেরেকেটে রাজ্যসভায় ছিলেন ৩০ মিনিট। তার পর সভাকক্ষ ত্যাগ করেন তিনি। রাজ্যসভায় তিনি প্রবেশের কিছুক্ষণ পরই ২৮৯ নম্বর প্রশ্ন উত্থাপিত হয়। ভারতের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন ব্রিজ লাল। তাঁর প্রশ্নটি ছিল প্রধানমন্ত্রীর উদ্দেশেই। প্রসঙ্গত, ভারতের পারমাণবিক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন মোদী স্বয়ং। তাঁর অধীনস্থ এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। 

ব্রিজ লাল যখন প্রশ্ন করেন সেই সময় উত্তর দেন মন্ত্রী জিতেন্দ্র সিং। তবে মোদী চুপ করেই বসেছিলেন। রিপোর্ট বলছে, আজ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী সংসদের প্রশ্নোত্তর পর্বে একদিনও কোনও উত্তর দেননি। আজও তাঁর অন্যথা হয়নি। তিনি কোনও উত্তর না দিয়েই ৩০ মিনিট পর উঠে চলে যান।

আরও পড়ুন প্রথমবারের মত RSS সদর দফতরে প্রধানমন্ত্রী, মোদী-ভাগবত বৈঠকে নজর দেশের

Advertisment

এদিকে, এদিন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ মোদীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন। তিনি প্রশ্ন করেন, কেন এপিক (ভোটার কার্ড) সংক্রান্ত আলোচনায় পিছিয়ে যাচ্ছে মোদী সরকার। এর পর একে একে সমাজবাদী পার্টি, কংগ্রেসের সাংসদরাও সরব হন বিষয়টি নিয়ে। এরমধ্যেই রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

Rajya Sabha Parliament PM Narendra Modi