/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/mohan-bhagwat-759.jpg)
মোহন ভাগবত, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
আবারও খবরের শিরোনামে অযোধ্যার রাম মন্দির বিতর্ক। লোকসভা ভোটের আগে এবার সেই বিতর্ক আরও একবার উস্কে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে সরসঙ্ঘচালক বলেছেন যে, অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সরকারের উচিত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা। প্রয়োজনীয় আইন প্রণয়ন করেই রাম মন্দির গড়ার ব্যাপারে সরকারের সব জট কাটানো দরকার বলে মন্তব্য করেছেন ভাগবত।
এদিন আরএসএস প্রধান সরকারকে পরামর্শ দেওয়ার সুরে এও বলেছেন যে, জমির মালিকানা কার, সে সিদ্ধান্ত নেওয়ার রাস্তাটা সহজতর করা উচিত সরকারের। একইসঙ্গে তিনি এও বলেছেন যে, রাম মন্দির নির্মাণে বিলম্বের কারণ রাজনীতিই।
In the context of honouring the ‘Swa’ of the nation, Sangh has been associated with the sentiments of Bharatiyas, in the efforts of constructing a magnificent Ram temple at the birthplace of Sri Ram, the personification of the life energy of the nation #RSSVijayaDashami
— RSS (@RSSorg) October 18, 2018
আরও পড়ুন: Sabarimala Protest: শবরীমালার মন্দির খুলল হিংসাত্মক বিক্ষোভের মধ্যে, আটকানো হল মহিলাদের
বৃহস্পতিবার নাগপুরে বিজয়া দশমীর ভাষণ দিতে গিয়ে আরএসএস প্রধান বলেছেন যে, আত্মসম্মানের দৃষ্টিকোণ থেকে দেখলে রাম মন্দির গড়া জরুরি। তাছাড়া, মন্দির নির্মাণ হলে চারপাশ শুভ হবে। তিনি বলেছেন, ''সেখানে যে মন্দির ছিল আগে, তার সবরকম প্রমাণ মেলা সত্ত্বেও এখনও মন্দির নির্মাণের জন্য জায়গা ঠিক করা হল না।'' তিনি আরও বলেন যে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে রাম মন্দির গড়ার জন্য কোটি কোটি দেশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে।
রাম মন্দির ইস্যুতে মোহন ভাগবত এমন অভিযোগও করেছেন যে, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করে বিচারপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাচ্ছেন কয়েকজন, যাঁদের এটা একধরনের গেম প্ল্যান। তিনি আরও বলেছেন যে, কোনও কারণ ছাড়াই সমাজের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কারও কোনও আগ্রহ নেই। এরপর তিনি রাজনীতিকে দুষে বলেন যে, রাম মন্দির গড়তে দেরি হওয়ার পিছনে রাজনীতি দায়ী।
Read the full story here in English