scorecardresearch

বড় খবর

ঈশানের জন্মের পর প্রথমবার বসিরহাটে, গান্ধিজয়ন্তীতে বড় দায়িত্বভার কাঁধে নিলেন নুসরত

পুজোর জন্য হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পড়ুয়াদের হাতে নতুন পোশাকও তুলে দেন নুসরত।

MP Actress Nusrat Jahan visits Basirhat, Nusrat Jahan, নুসরত জাহান, বসিরহাট, bengali news today
মা হওয়ার পর বসিরহাটে নুসরত, গান্ধিজয়ন্তীতে বড় দায়িত্বভার কাঁধে নিলেন সাংসদ-অভিনেত্রী

সদ্য মা হয়েছেন। ছেলের বয়স এক মাসও পেরোয়নি। এখন তাঁর অনেক দায়িত্ব। ছেলেকে সবসময়ে আগলে রাখছেন। একরত্তির যত্ন নিচ্ছেন নিজে হাতে। আর এসবের মাঝেই কাজের ময়দানে নেমে পড়েছেন নুসরত জাহান (Nusrat Jahan)। শুটিং ফ্লোরের পাশাপাশি নিজস্ব সংসদীয় কেন্দ্রের দিকেও কড়া নজর সাংসদ-নায়িকার। সিনেমার সেটে ইতিমধ্যেই পুরোদস্তুর কাজ শুরু করেছেন, এবার বসিরহাটে (Bashirhat) গিয়ে বিশেষ বার্তা দিলেন ‘মা’ নুসরত জাহান।

শনিবার মাস খানেক বাদে বসিরহাটে গেলেন নুসরত। এযাবৎকাল গর্ভবতী হওয়ার পর থেকেই সংসদীয় এলাকায় কাজে যেতে পারেননি। তবে এবার একরত্তি ছেলেকে বাড়িতে রেখেই সংসদীয় এলাকায় গিয়ে সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বললেন। শুধু তাই নয়, ছেলে ঈশানের পাশাপাশি সেই এলাকার মানুষজনদের দেখাশোনা করার দায়িত্বও যে তাঁর সেকথাও দৃঢ়ভাবে বলে এলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নুসরত জানান, “আমার পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। ওর সঙ্গে বসিরহাটের মানুষদের দেখাশোনা করাও আমার কর্তব্য।”

[আরও পড়ুন: এবার বড়পর্দায় ‘গডসে’ কাহিনি, গান্ধিজয়ন্তীতে আজব শ্রদ্ধার্ঘ্য মহেশ মঞ্জরেকরের]

এদিন বসিরহাটের হিঙ্গলগঞ্জে গিয়েছিলেন রাজ্যোর শাসক দলের তারকা সাংসদ। নিয়মানুযায়ী, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য বর্তমানে সাংসদ নুসরত। শনিবার, সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিলেন অভিনেত্রী। গান্ধী জয়ন্তীর দিন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে পৌঁছে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান করে বাচ্চাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন নুসরত জাহন। শুধু তাই নয়, পুজোর উপহারস্বরূপ নতুন জামা-কাপড়ও তুলে দেন তাঁদের হাতে। পাশাপাশি কলেজের বৈঠকেও যোগদান করেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Mp actress nusrat jahan visits basirhat after being mother