সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কমলনাথ। ধাক্কা খেল নির্বাচন কমিশন। মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর তারকা প্রচারকের মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার কমিশনের নেই, এমন মন্তব্য়ই করেছে দেশের শীর্ষ আদালত। কংগ্রেস নেতার তারকা প্রচারকের মর্যাদা কেড়ে নেওয়া নিয়ে কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, যেহেতু ভোটের প্রচার শেষ হয়ে গিয়েছে, তাই কমলনাথের আবেদন অবাস্তব। মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী ও বিজেপি প্রার্থী ইমরতি দেবী সম্পর্কে ‘বিতর্কিত’ মন্তব্য় করার জন্য় কমলনাথ নির্বাচনী বিধি ভেঙেছেন বলে আদালতে জানায় কমিশন।
আরও পড়ুন: ‘বিজেপির থেকে ১০ কোটি টাকা নিয়েছি’, প্রাক্তন বিধায়কের ‘স্টিং ভিডিও’ প্রকাশ কংগ্রেসের
উল্লেখ্য়, মধ্য়প্রদেশের উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী ইমরতি দেবীকে ‘আইটেম’ তকমা দেন কমলনাথ। মধ্য়প্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর এহেন মন্তব্য় ঘিরে তুমুল চাপানউতোর চলে সে রাজ্য়ের রাজনীতিতে। এর পাশাপাশি মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মাফিয়া ও মিলায়তখোর বলে মন্তব্য় করেন কমলনাথ।
আগামী ৩ নভেম্বর মধ্য়প্রদেশের ২৮টি কেন্দ্রে উপনির্বাচন। সে রাজ্য়ের ক্ষমতায় ফিরতে হলে কংগ্রেসকে ২৮টি আসনেই জিততে হবে। ২৩০ আসনের বিধানসভায় সংখ্য়াগরিষ্ঠতা পেতে বিজেপিকে ৯টি আসনে জিতলেই হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন