তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ হওয়া সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নিজের বক্তব্যে অনড় মুকুল রায়। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে আক্রমণের ঘটনায় এখনও উত্তাল রাজ্য-রাজনীতি। অর্জুনের চিকিৎসা চলছে বাইপাশের এক বেসরকারি হাসপাতালে। এরইমধ্যে বিজেপি নেতা মুকুল রায়ের বক্তব্যের প্রেক্ষিতে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি মুকুল রায়ের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি করেছেন।
গন্ডগোলের জেরে অর্জুন সিংয়ের মাথা ফাটার পর মুকুল রায় এই ঘটনার জন্য দায়ী করেছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুকুল বলেছিলেন, মমতা আসলে অর্জুনকে খুন করতে চাইছে। আর এরপরই মুকুলের নামে এফআইআর করেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু, পুলিশে অভিযোগের পরও মুকুল রায় তাঁর বক্তব্য থেকে এক চুলও সরছেন না তা স্পষ্ট করে দিয়েছেন। চন্দ্রিমার অভিযোগ শুনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে মুকুল রায় বলেন, "রাজনীতিতে এসব হতেই পারে"।
মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বিজেপির জাতীয় কর্ম সমিতির এই সদস্য বলেন, "আমি এখনও একই কথা বলছি। অর্জুন সিংকে মারার ঘটনার কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং-কে মেরে ফেলার জন্য যে আক্রমণ হয়েছে সে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমি আগের বক্তব্যেই অবস্থান করছি। বক্তব্য থেকে সরছি না।"
উল্লেখ্য, চন্দ্রিমা ভট্টাচার্যের এই অভিযোগের পর মুকুল রায়ের বিরুদ্ধে এফআইআর মোট সংখ্যা এখন ৩০। এর আগে বিজেপি নেতা বাবান ঘোষের বিরুদ্ধে এফআইআর-এ নাম ছিল তৃণমূলের একদা প্রধান সেনাপতির। বাবান মামলায় আপাতত হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন মুকুল রায়। এ প্রসঙ্গে মুকুল রায় বলেছেন, "এমন আরও অভিযোগ হবে। এতো স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।"