মুকুল রায়ের নামে থানায় অভিযোগ দায়ের মমতার মন্ত্রীর

‘‘কোনও প্রমাণ ছাড়া কীভাবে একথা বললেন উনি প্রকাশ্যে? এ ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর জন্য মানহানিকর। এসব মন্তব্য করে আদতে উনি হিংসায় আরও উস্কানি দিচ্ছেন’’।

‘‘কোনও প্রমাণ ছাড়া কীভাবে একথা বললেন উনি প্রকাশ্যে? এ ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর জন্য মানহানিকর। এসব মন্তব্য করে আদতে উনি হিংসায় আরও উস্কানি দিচ্ছেন’’।

author-image
IE Bangla Web Desk
New Update
MAMATA, MUKUL ROY, মমতা, মুকুল রায়

মমতা ও মুকুল রায়।

মুকুল রায়ের নামে থানায় অভিযোগ দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতাকে নিয়ে মন্তব্যের জেরেই একদা তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ডের’ বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন চন্দ্রিমা। সোমবার ভাটপাড়া থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী। উল্লেখ্য, রবিবার শ্যামনগরে পার্টি অফিস দখল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। সেখানেই মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। ‘‘অর্জুনকে খুন করেছে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে’’, সোমবার এ মন্তব্যই করেন মুকুল রায়। এর জেরেই মুকুলের বিরুদ্ধে থানায় অভিযোগ বলে জানা গিয়েছে।

ঠিক কী বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য?

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে চন্দ্রিমা বলেন, ‘‘সোমবার ভাটপাড়া থানায় মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। উনি বলেছেন, এটা মুখ্যমন্ত্রীর পূর্বপরিকল্পিত চক্রান্ত। কোনও প্রমাণ ছাড়া কীভাবে একথা বললেন উনি প্রকাশ্যে? এ ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রীর জন্য মানহানিকর। এসব মন্তব্য করে আদতে উনি হিংসায় আরও উস্কানি দিচ্ছেন’’।

আরও পড়ুন: মান ভাঙালেন মুকুল, ‘বিজেপিতেই শোভন-বৈশাখী’

ঠিক কী বলেছিলেন মুকুল রায়?

অর্জুন সিংয়ের উপর আক্রমণের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, অর্জুন সিংকে খুন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার দাবি তোলেন তিনি। তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিধায়কদেরও খুন করতে চাইছেন। এরপর সোমবার সব্যসাচী দত্তের গণেশ পুজোয় গিয়ে এ প্রসঙ্গে ফের মুকুল বলেন, ‘‘অর্জুনকে খুন করেছে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে’’।

Advertisment

আরও পড়ুন: মুকুলের খেলা? দেবশ্রীকে কে নিয়ে গিয়েছিলেন বিজেপি দফতরে, রহস্যভেদ করলেন বৈশাখী!

অন্যদিকে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ভাটপাড়ার ডাকাবুকো নেতা অর্জুন সিং। সোমবার তাঁকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। অর্জুনের উপর আক্রমণের প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার বনধ পালিত হয় ব্যারাকপুরে। বনধের দিনও ওই এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে।

mukul roy