Advertisment

‘মমতার বিরুদ্ধে খুনের মামলার কাগজ লোপাট আদালতে’

‘‘বাংলায় কোনও গণতন্ত্র নেই। মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার প্রবণতা রয়েছে মুখ্যমন্ত্রীর। অথচ নিজেকে আয়নায় দেখেন না’’।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, মুকুল রায়, মমতা, মুকুল, মমতা, mamata banerjee, মমতাকে আক্রমণ মুকুলের, মমতার বিরুদ্ধে খুনের মামলা, বিস্ফোরক মুকুল রায়, mukul, mamata, mukul slams mamata, mukul hits out at mamata, tmc, bjp, মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাকে আক্রমণ মুকুলের, তৃণমূল, বিজেপি

মুকুল ও মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলার কাগজ লোপাট করা হয়েছে! এমন বিস্ফোরক অভিযোগই করলেন একদা মমতা সেনাপতি তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার প্রতারণা মামলায় পর্ণশ্রী থানায় হাজিরা দিতে এসে একদা দলনেত্রী সম্পর্কে চাঞ্চল্যকর দাবি করে মুকুল বলেন, ‘‘ বারাসত কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলার কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না’’।

Advertisment

আরও পড়ুন: মমতার গণভোটের দাবিতে নিন্দায় মুখর ধনকড়

ঠিক কী বলেছেন মুকুল?

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মুকুল রায় বলেন, ‘‘বাংলায় কোনও গণতন্ত্র নেই। মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করার প্রবণতা রয়েছে মুখ্যমন্ত্রীর। অথচ নিজেকে আয়নায় দেখেন না। জানেন তো, বারাসত আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের মামলার কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। গোবিন্দ বন্দ্যোপাধ্যায় মামলায়’’।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতার, দাবি মুকুলের

উল্লেখ্য, সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে মুকুলের। এরপরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মমতার একদা অন্যতম প্রধান সৈনিক মুকুল। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মুকুলকে। গত লোকসভা নির্বাচনে মমতার তৃণমূলকে ধাক্কা দিয়ে বঙ্গে বিজেপির উত্থানের নেপথ্যে অন্যতম কারিগর মুকুল রায়, এমনটাই ব্যাখ্যা রাজনৈতিক মহলের একাংশের। এমনকী, লোকসভা ভোটের পর পর তৃণমূলে কার্যত ভাঙন ধরিয়ে যেভাবে একের পর এক মমতার দলের নেতা-মন্ত্রীদের বিজেপিতে টেনেছেন মুকুল এবং একের পর এক পুরসভা ‘দখল’ করেছে বিজেপি, তাতে দুর্গ বাঁচাতে মুকুলকে প্রধান প্রতিপক্ষের সৈনিক হিসেবে দেখছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন: ‘গণভোট নয়, চাই জনমত সমীক্ষা’, নয়া ব্যাখ্যা মমতার

অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণভোটের দাবি প্রসঙ্গে এদিন সরব হন বিজেপি নেতা। তিনি বলেন, ‘‘ভারতবর্ষের সংবিধান মেনে একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। দেশের বাইরের কোনও এজেন্সিকে দিয়ে ভোট চাওয়াটা সংবিধানে নেই। গণভোট পাকিস্তান চায়। মমতাদেবী না জেনে ভুল করেছেন। এটা লজ্জার’’। উল্লেখ্য, বৃহস্পতিবার রানি রাসমণির সভামঞ্চে মোদী সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা এনআরসি ও সিএএ নিয়ে গণভোটের দাবি জানান। যদিও শুক্রবার এ ব্যাপারে ব্যাখ্যা দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ওপিনিয়ন পোলের কথা বলেছি’’।

Mamata Banerjee mukul roy
Advertisment