Advertisment

আজ বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল-পুত্র শুভ্রাংশু

আজই সম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোমবারই মুকুলের সঙ্গে দিল্লি রওনা দিয়েছেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু।

author-image
IE Bangla Web Desk
New Update
mukul roy, subhransu roy, মুকুল রায় ও শুভ্রাংশু রায়

মুকুল ও শুভ্রাংশু রায়।

সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে পারেন শুভ্রাংশু রায়। সোমবার বিকেল সাড়ে ৫টার বিমানে মুকুল রায়ের সঙ্গে দিল্লি গিয়েছেন সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। দিল্লি গিয়েছেন বীজপুর, কাঁচরাপাড়া এলাকার কয়েকজন তৃণমূল নেতা ও একাধিক কাউন্সিলর। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। রবিবার রাতে দফায় দফায় কাঁচরাপাড়ার রায় পরিবারে বৈঠকে বসেন পিতা-পুত্র। পারিবারিক বৈঠকের পরই সোমবার বিকেলে মুকুল-শুভ্রাংশুর দিল্লি যাত্রা শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

আরও পড়ুন: বাবার কাছে হেরে গিয়েছি, মন্তব্য মুকুল-পুত্র শুভ্রাংশুর

উল্লেখ্য, শুভ্রাংশুর বিজেপিতে যোগদানের জল্পনা কয়েকদিন ধরেই চলছে বঙ্গ রাজনীতিতে। বহুবার তৃণমূল নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন শুভ্রাংশু। লোকসভা নির্বাচনের মুখে এক নির্বাচনী সভায় শুভ্রাংশু দলেরই শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন। অন্যদিকে, মুকুল রায় বলেছিলেন, ‘‘শুভ্রাংশুর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা’’। গত সপ্তাহে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠক এ জল্পনা আরও বাড়িয়েছে।

মুকুল-পুত্র বলেন, ‘‘আমার কাছে সব দলের দরজা খোলা রয়েছে। নতুন ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে। হয় বসে যেতে পারি বা অন্য দলও হতে পারে’’। শুভ্রাংশু এও বলেন, ‘‘যদি তৃণমূল বর্জন করে, তবে কোনও না কোনও দলে তো যেতে হবেই’’। শুভ্রাংশু এও বলেছিলেন ‘‘একটা ওপিনিয়ন নেওয়ার দরকার। বাড়িতে বলতে হচ্ছে, দলে কৈফিয়ৎ দিতে হচ্ছে, বন্ধুবান্ধবরাও বলছে, কী করছি। সকলকে কৈফিয়ৎ দিতে হচ্ছে। দল কি আমায় বিশ্বাস করে? প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে আমি’’। ওইদিনই দলবিরোধী মন্তব্যের জেরে শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল।

mukul roy bjp tmc
Advertisment