বিরোধী নেতাদের সচকিত করে দিলেন মুলায়ম সিং যাদব। সমাজবাদী পার্টির এই নেতা বুধবার বলেছেন, তাঁর ইচ্ছা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করুন। লোকসভায় মুলায়মের এই বক্তব্য বিরোধীদের শকের কারণ হলেও ট্রেজারি বেঞ্চের তুমুল হর্ষের কারণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোড়হস্তে মুলায়মের 'আশীর্বাদ' গ্রহণ করেছেন।
ষোড়শ লোকসভা অধিবেশনের শেষ দিনে মুলায়ম বলেন, "আমার আশা সব সদস্যরা সভায় ফিরে আসুন। এবং আপনি (মোদী) ফের প্রধানমন্ত্রী হোন।" এ কথা শুনে বিপুল করতালি দেন বিজেপি সদস্যরা।
আরও পড়ুন, ভোটের আগেই জোট, ঘোষণা মমতার
মোদীর দিকে নির্দেশ করে মুলায়ম বলেন, তিনি চান বিজেপির এই নেতা ফের প্রধানমন্ত্রী হোন।
মুলায়মের মুখে মোদীর প্রশংসা শুনে জয় শ্রীরাম ধ্বনি দেন ক্ষমতাসীন জোটের সদস্যরা।
পরে নিজের ভাষণে মোদী মুলায়মের 'আশীর্বাদের' কথা উল্লেখ করেন।