Advertisment

‘প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ভয়ে কথা বলতে পারবেন, এমন নেতা চাই’, মত যোশীর

নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বের বিরুদ্ধে কয়েকবার সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। উনিশের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করা নিয়েও সরব হয়েছিলেন যোশী।

author-image
IE Bangla Web Desk
New Update
Murli Manohar Joshi, মুরলী মনোহর যোশী, Murli Manohar Joshi news, মুরলী মনোহর যোশীর খবর, যোশী, জোশী, joshi news, pm modi, প্রধানমন্ত্রী মোদী, মোদি, অমিত শাহ, amit shah

এস জয়পাল রেড্ডির স্মরণসভায় যোশীর সঙ্গে মনমোহন সিং, ইয়েচুরিরা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও মোদী বাহিনীর বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন বিজেপির বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। দেশে এমন এক নেতার প্রয়োজন, যিনি নির্ভয়ে নিজের মতামত ব্যক্ত করতে পারবেন, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যুতে তর্ক করার সাহস রাখতে পারবেন। প্রধানমন্ত্রী কী ভাবলেন, রেগে গেলেন নাকি খুশি হলেন, এটা না ভেবে যিনি সরব হতে পারবেন, তেমন নেতারই প্রয়োজন এখন দেশে, কার্যত একথাই এবার বললেন যোশী। মঙ্গলবার কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস জয়পাল রেড্ডির স্মরণসভায় এমন মন্তব্য করেই আবারও শোরগোল ফেলে দিলেন যোশী।

Advertisment

আরও পড়ুন: আদালত থেকে বেরিয়ে মোদী সরকারকে জোর চিমটি চিদাম্বরমের

প্রসঙ্গত,নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বের বিরুদ্ধে কয়েকবার সরব হয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা মুরলী মনোহর যোশী। উনিশের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করা নিয়েও সরব হয়েছিলেন যোশী। বাজপেয়ী জমানার এই অন্যতম হেভিওয়েট বিজেপি নেতাকে মার্গদর্শক মণ্ডলীর সদস্য করে দেওয়া হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশীদের মতো বিজেপির বর্ষীয়ান নেতাদের কার্যত ‘একঘরে’ করছেন মোদী-শাহরা। সেই প্রেক্ষিতে এদিন যে ভাষায় মন্তব্য করলেন যোশী, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মিড ডে মিলে নুন-রুটি খাচ্ছে বাচ্চারা, ভিডিও তুলে গ্রেফতার সাংবাদিক

উল্লেখ্য, জয়পাল রেড্ডির স্মরণসভায় যোশীর পাশাপাশি ছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সীতারাম ইয়েচুরী, ডি রাজা, শরদ যাদব, কংগ্রেসের অভিষেক মনু সিঙভি।

Read the full story in English

national news
Advertisment