/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/03/nadda-1.jpg)
জেপি নাড্ডা
নাগরিকত্ব আইন ও এনআরসির সমর্থনে কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির অভিনন্দন যাত্রা শুরু হয়। শ্যামবাজারে এসে শেষ হয বিজেপির পদযাত্রা। শ্যামবাজারে মিছিল শেষে সভায় রাজ্য সরকারকে বিঁধে একের পর এক মন্তব্য করেন জেপি নাড্ডা।
আরও পড়ুন: জনজোয়ারই প্রমাণ করল বাংলা সিএএ-এর পক্ষে: নাড্ডা
এক নজরে জেপি নাড্ডার বক্তব্য...
* বাংলায় বহুবার এসেছি, কিন্তু আজ মানুষের মধ্যে যে উদ্দীপনা দেখলাম, তা এই অভৃতপূর্ব। জনজোয়ারই প্রমাণ করল বাংলা সিএএ-এর পক্ষে: জেপি নাড্ডা
* সংশোধিত নাগরিকত্ব আইন নাগরিকত্ব দেয়, কারও নাগরিকত্ব ছিনিয়ে নেয় না। মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল: জেপি নাড্ডা
* নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এদেশে আসা শরণার্থীদের সম্মান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দলিত থেকে মতুয়া, সবাই নাগরিকত্ব পাবেন: জেপি নাড্ডা
* মতুয়া সমাজের বড় মা বীণাপানিদির আশীর্বাদ নিতে গিয়েছিলেন মমতা, আজ সেই মতুয়াদের স্বার্থ বিরোধী কাজই করছেন উনি: জেপি ন নাড্ডা
* কেন্দ্রের কোনও প্রশ্নের জবাব দেন না মমতা, তাহলে কে সংবিধানের অবমাননা করছেন? প্রশ্ন করেন নাড্ডা।
* একসময় আফগানিস্তানে প্রায় ৫০ হাজার শিখ ছিলেন, এখন মাত্র দু’হাজার শিখ রয়েছেন। বাংলাদেশ, পাকিস্তানেও উল্লেখযোগ্যভাবে কমেছে সংখ্যলঘুদের সংখ্যা। ওঁদের রক্ষা করতেই প্রধানমন্ত্রী সিএএ আইন করেছেন। নয়া আইনে ভারতীয় কোনও মুসলমানের ভয়ের কোনও কারণ নেই: জেপি নাড্ডা