PM Modi Cabinet Reshuffle 2021: নির্ঘণ্ট মেনেই সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হল। মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিচ্ছেন ৪৩ জন। পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন ৭৭ জন। এদিন একদম প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নারায়ণ রানে। শপথ নিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। নীতিশ কুমার ঘনিষ্ঠ জেডিইউ সাংসদ তথা প্রাক্তন সাংসদ রামচন্দ্র প্রসাদ সিং। শপথ নিয়েছেন ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। অটলবিহারী বাজপেয়ীর সচিব ছিলেন বৈষ্ণব। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পশুপতি পারশ। প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পারস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরেন রিজেজু এবং আরকে সিং। ইউপিএ আমলের স্বরাষ্ট্রসচিব ছিলেন আরকে সিং। পদোন্নতি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী, জি কিষাণ রেড্ডি এবং পুরুষোত্তম রূপালা, অনুরাগ ঠাকুরের।এঁরা প্রত্যেকেই মোদী মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন। এদিন মোদী মন্ত্রিসভায় প্রথমবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আইনজীবী ভুপেন্দ্র যাদব। তিনি বিজেপির সাধারণ সম্পাদক এবং রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় বর্তমানে ২৯টি পদ ফাঁকা রয়েছে। এদিন ৭ জন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। রদবদলের আগে ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। সেই তালিকায় রয়েছেন সদানন্দ গৌরা, রমেশ পোখরিয়াল, রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, হর্ষ বর্ধন-সহ অন্য হেভিওয়েটরা। জানা গিয়েছে, প্রায় ২০ জন নতুন মুখ মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে জল্পনা।
আরও পড়ুন- নন্দীগ্রাম পুনর্গণনা মামলা: সরলেন বিচারপতি কৌশিক চন্দ, ৫ লক্ষ জরিমানা মমতাকে
মন্ত্রিসভা সম্প্রসারণে চমক দিয়েছেন মোদী-শাহ। গেরুয়া দল সূত্রে খবর, আগামী বছর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণে এই বিষয়টির উপর বিশেষ জোর দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও, ভারসাম্য রক্ষায় বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে কেন্দ্রীয় ক্যাবিনেটে ঠাঁই দেওয়া হয়েছে কয়েকজনকে। পাশাপাশি এনডিএ শরিক নীতীশ কুমারের জেডিইউ এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল এলজেপি থেকে একজন করে পূর্ণমন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুর থেকে বিধানসভা সাইকেল মিছিল মন্ত্রীর
এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম মন্ত্রিসভা। ইতিমধ্যেই প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং আসানসোলের বাবুল সুপ্রিয়। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের জন বার্লাকে। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং বনগাঁর শান্তনু ঠাকুর। এই ৪ জন প্রতিমন্ত্রী হলেন বাংলা থেকে। আজ সন্ধ্যাতেই মন্ত্রক বণ্টন। শিক্ষামন্ত্রী হিসেবে দৌড়ে রয়েছেন রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বেড়েছে মহিলা সাংসদদের প্রতিনিধিত্ব।পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এনডিএ শরিক আপনা দলের প্রধান তথা মির্জাপুরের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মীনাক্ষী লেখি, প্রতিমা ভৌমিক, অন্নপূর্ণা দেবী, ভারতী প্রবীণ পাওয়ার, শোভা করন্দালজে,
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
-
Jul 07, 2021 18:13 IST৪৩ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন ৪৩ জন সদস্য।
-
Jul 07, 2021 18:02 ISTইস্তফা দিলেন প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ
কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ জাভড়েকর, রবিশঙ্কর প্রসাদ। রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র জমা দিলেন তাঁরা।
-
Jul 07, 2021 17:02 ISTমোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিতে চলেছেন ৪৩ জন
মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিতে চলেছেন ৪৩ জন। একনজরে দেখে নিন কারা কারা কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন-
নারায়ণ টাটু রাণে
সর্বানন্দ সোনওয়াল
ডা. বীরেন্দ্র কুমার
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
রামচন্দ্র প্রসাদ সিং
অশ্বিনী বৈষ্ণব
পশুপতি কুমার পারস
কিরেন রিজিজু
রাজকুমার সিং
হরদীপ সিং পুরি
মনসুখ মাণ্ডব্য
ভূপিন্দর যাদব
পরশোত্তম রুপালা
জি কিষণ রেড্ডি
অনুরাগ সিং ঠাকুর
পঙ্কজ চৌধুরি
অনুপ্রিয়া সিং প্যাটেল
ডা. সত্যপাল সিং বাঘেল
রাজীব চন্দ্রশেখর
শোভা কারান্দলাজে
ভানুপ্রতাপ সিং ভার্মা
দর্শনা বিক্রম জারদোশ
মীনাক্ষী লেখি
অন্নপূর্ণা দেবী
এ নারায়ণস্বামী
কৌশল কিশোর
অজয় ভাট
বি এল ভার্মা
অজয় কুমার
চৌহান দেবুসিং
ভগবন্ত খুবা
কপিল মোরেশ্বর পাটিল
প্রতিমা ভৌমিক
ডা. সুভাষ সরকার
ডা. ভাগবত কিষণরাও করদ
ডা. রাজকুমার রঞ্জন সিং
ডা. ভারতী প্রবীণ পওয়ার
বিশ্বেশ্বর টুডু
শান্তনু ঠাকুর
ডা. মুঞ্জাপারা মহেন্দ্রভাই
জন বার্লা
এল মুরুগান
নিশীথ প্রামাণিক
আজ, সন্ধেয় শপথ নেবেন মন্ত্রিসভার ৪৩ জন সদস্য।
-
Jul 07, 2021 16:48 ISTবাবুলের ইস্তফা
দেবশ্রী চৌধুরির পর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন বাবুল সুপ্রিয়।
-
Jul 07, 2021 15:44 IST১১ কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা
মসনদে বসার ২ বছর পরে দ্বিতীয় মোদী মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণের দিনই ইস্তফা দিলেন ১১ মন্ত্রী। পদত্যাগীরা হলেন...
ডাঃ হর্ষবর্ধন (স্বাস্থ্য)
থাওয়ার চাঁদ গেহলট (সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন)
রমেশ পোখরিয়াল (শিক্ষা)
সদান্দ গৌড়া (কেমিক্যাল ও ফার্টিলাইজার)
সন্তোষ গাঙ্গুয়ার (শ্রম ও কর্মসংস্থান)
দেবশ্রী চৌধুরী (প্রতিমন্ত্রী, নারী ও শিশুকল্যাণ)
রত্তন লাল কাটারিয়া (প্রতিমন্ত্রী, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ)
সঞ্জয় ধোত্রে (প্রতিমন্ত্রী, শিক্ষা)
প্রতাপ চন্দ্র সাড়েঙ্গি (প্রতিমন্ত্রী, পশুপালন)
রাওসাহেব পাটিল (প্রতিমন্ত্রী, ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন)
অশ্বিনী চৌবে (প্রতিমন্ত্রী, স্বাস্থ্য)
-
Jul 07, 2021 15:12 ISTযুব মোর্চার সভাপতি পদে ইস্তফা সৌমিত্র খাঁয়ের
রাজ্য যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নিজেই ফেসবুক পোস্টে এই ঘোষণা করেছেন তিনি। তবে, দল ছাড়ছেন না সৌমিত্র। তিনি বিজেপিতে রয়েছেন, আগামিতেও গেরুয়া দলে থাকবেন বলে সোশাল মিডিয়ায় জানিয়েছেন।
-
Jul 07, 2021 15:06 ISTমন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়
বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা। তাঁরা আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বাবুল সুপ্রিয়।
-
Jul 07, 2021 14:34 ISTফাঁকা ২৯
মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এই মূহুর্তে বাংলা থেকে প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।
-
Jul 07, 2021 14:33 ISTকেন মোদীর সহযোগী 'মতুয়া' শান্তনু?
২০১৯ সালের ভোটে উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা আসনটি জেতে পদ্ম শিবির। মতুয়া ভোট সেবার একচেটিয়াভাবে গিয়েছিল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের ঝুলিতে। এরপর সিএএ, একুশের বিধানসভায় প্রার্থী পদ নিয়ে নানা সময়ে অসন্তোষ জানিয়েছিলেন শান্তনু। কিন্তু প্রতিবারই তাঁর ক্ষোভপ্রশমণ করে দল। শান্তনুও দলের প্রতি আস্থার কথা জানান। তাতেই মিলেছে ফল। বিধানসভা ভোটে তৃণমূলের রমরমার মধ্যেও বনগাঁ অঞ্চলের বিধানসভা আসনগুলোতে এবারও ফুটেছে পদ্ম। অর্থাৎ, মতুয়া ভোটের অনেকটাই এখনও গেরুয়া শিবিরের পক্ষে রয়েছে বলে প্রমাণিত। তারই পুরস্কার হিসাবে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হতে পারে শান্তনু ঠাকুরের।
-
Jul 07, 2021 14:32 ISTনজরে উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ থেকে এবার কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে ভূপেন্দ্র যাদবকে। রাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জিতিন প্রসাদের নামও। এ রাজ্যের বেশ কয়েকজনকে রাষ্ট্রমন্ত্রী পদে বসানো হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার দাবিদার মধ্যপ্রদেশের নেতা ও বিজেপির রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ সুশীল মোদী, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ নারায়ণ রানে।
-
Jul 07, 2021 14:31 ISTদেবশ্রী-রমেশ পোখরিয়ালের পদত্যাগ
মোদী মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বাংলার রায়গঞ্জ থেকে নির্বাচিত নারী ও শিশু-কল্যাণমন্ত্রী দেবশ্রী চৌধুরী। একইসঙ্গে পদত্যাগ করেছেন এতদিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলানো রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।