দু'দিন আগে লখনৌয়ে এক প্রান্তিক দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হাতে নিগৃহীত হন দুই কাশ্মীরি ড্রাই ফ্রুট বিক্রেতা। আজ সেই আক্রমণের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা এ কাজ করেছে তারা "বিপথগামী"। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকারের "দ্রুত পদক্ষেপের" প্রশংসাও করেন মোদী। উত্তর প্রদেশের কানপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অন্যান্য রাজ্যেরও এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং তিনি দেশবাসীর কাছে দেশের একতা বজায় রাখার আবেদন জানান।
While I’m disgusted by this video of Kashmiri traders being attacked in UP, I salute the braveheart who challenged the attackers. India belongs to its citizens, from every corner of our nation. I strongly condemn all acts of violence against our Kashmiri brothers & sisters. pic.twitter.com/xuNsnsX12K
— Rahul Gandhi (@RahulGandhi) March 8, 2019
বুধবার বিকেলে লখনৌয়ের এক বাজারে দুই কাশ্মীরি ড্রাই ফ্রুটস বিক্রেতাকে গালিগালাজ এবং মারধর করা হয়। অভিযোগ ওঠে অখ্যাত দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী সংগঠন 'বিশ্ব হিন্দু দল'-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় পাঁচজনকে। এদের মধ্যে রয়েছে দুই মূল অভিযুক্ত বজরং সোনকর এবং অমর মিশ্র, সঙ্গে দলের সভাপতি অম্বুজ নিগম। পুলিশ সূত্রে খবর, সোনকরের বিরুদ্ধে চুরি, লুটপাট, এবং খুন সহ আন্দাজ ১২টি মামলা ইতিমধ্যেই দায়ের রয়েছে।
আরও পড়ুন: মোদী-শাহর দোকান থেকে দেশ চলবে না, আগামী দিনের সরকার, জনগণের সরকার: মমতা
নিগৃহীত দুই কাশ্মীরির নাম আফজল নায়ক এবং আব্দুল সালাম নায়ক, দুজনেই জম্মু কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যাতে দেখা যায় যে কিছু গেরুয়া পরিহিত ব্যক্তি একজন কাশ্মীরিকে লাঠি দিয়ে মারছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও শুক্রবার এই ঘটনার নিন্দা করে বলেন, ভারতবর্ষ সমস্ত দেশবাসীর সম্পত্তি। টুইটারে একটি পোস্টে কংগ্রেস নেতা ঘটনাটির ভিডিও পোস্ট করে সাধুবাদ জানান সেইসব নাগরিকদের, যাঁরা নিগ্রহকারীদের থামানোর চেষ্টা করছিলেন। "উত্তর প্রদেশে কাশ্মীরি ব্যবসায়ীদের ওপর হামলার এই ভিডিও দেখে আমার ঘেন্না করছে, কিন্তু যে অসম সাহসী ব্যক্তি ওই দুষ্কৃতীদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন, তাঁকে সেলাম জানাই। ভারত সমস্ত দেশবাসীর সম্পত্তি, দেশের প্রতিটি কোণা থেকে আসা মানুষের। আমাদের কাশ্মীরি ভাইবোনদের বিরুদ্ধে যে কোনোরকম হিংসাকে আমি তীব্র ধিক্কার জানাই।"