জল্পনা সত্যি করে রাজ্যসভায় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে পাঠাচ্ছে আম আদমি পার্টি। টার্বুনেটরকে এবার নয়া ভূমিকায় দেখা যাবে সংসদে। সেইসঙ্গে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডা, আইআইটি দিল্লির অধ্যাপক সন্দীপ পাঠক, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির কর্ণধার এবং চ্যান্সেলর অশোক মিত্তল ও সঞ্জীব অরোরাকে রাজ্যসভার জন্য বেছে নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
প্রসঙ্গত, পঞ্জাব বিধানসভা নির্বাচনে ৯২টি আসনে জয়লাভ করার পর পাঁচ জন সদস্যকে সংসদের উচ্চকক্ষে পাঠানোর সুযোগ পেয়েছে আপ। কারণ, বর্তমান পাঁচ সাংসদের মেয়াদ শেষ হতে চলেছে। আগামী সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। আগামী ৩১ মার্চ রাজ্যসভার নির্বাচন রয়েছে।
৩৩ বছরের রাঘব চাড্ডা আপের তরুণ তুর্কি নেতা। জিতলে তিনিই হবেন রাজ্যসভার সবচেয়ে তরুণ সদস্য। দিল্লির রাজিন্দর নগরের বিধায়ক পঞ্জাবে দলের ভারপ্রাপ্ত নেতা ছিলেন। তাঁর নেতৃত্বে পঞ্জাবে আপ দুর্দান্ত ফল করেছে। দলের জাতীয় মুখপাত্রকে এবার তাই রাজ্যসভায় পাঠিয়ে জাতীয় রাজনীতিতে ছাপ ফেলতে চাইছে আপ।
আরও পড়ুন ‘এখানে আগের চেয়েও ভালো খেলব’, বললেন বাবুল, মনোনয়ন জমা বিহারীবাবুরও
গত সপ্তাহেই হরভজন এবং চাড্ডার নাম নিয়ে জল্পনা ছড়ায়। হরভজনকে রাজ্যসভার জন্য আপ বেছেছে এই খবর চাউর হতেই শোরগোল পড়ে যায়। তবে সেই সময় মৌন থেকেছেন প্রাক্তন ক্রিকেটার। এবার তাঁর নামে সিলমোহর পড়তেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবি পোস্ট করে জীবনের নতুন ইনিংস শুরু করার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টার্বুনেটর।