উদ্ধবের ঘর ভাঙিয়ে তড়তড়িয়ে এগোচ্ছেন শিণ্ডে, কাল শক্তি পরীক্ষা

রবিবার থেকেই মহারাষ্ট্র বিধানসভায় দু'দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

রবিবার থেকেই মহারাষ্ট্র বিধানসভায় দু'দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP's Rahul Narwekar was elected the Maharashtra Assembly Speaker

মাত্র চার দিনের পুরনো মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকার আগামী ৪ জুলাই আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছে।

মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিজেপির রাহুল নারওয়েকর। রবিবার থেকেই মহারাষ্ট্র বিধানসভায় দু'দিনের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এদিন ১৬৪টি ভোট পেয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল।

Advertisment

মাত্র চার দিনের পুরনো মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি সরকার আগামী ৪ জুলাই আস্থা ভোটের মুখোমুখি হতে চলেছে। এদিন অধিবেশন শুরুর আগে শিবসেনার একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন গোষ্ঠী বিধান ভবনে বিধায়ক দলের কার্যালয় সিল করে দিয়েছে। অধ্যক্ষ পদের জন্য এদিন শিবসেনা বিধায়ক রাজন সালভিকে প্রার্থী করেছিল মহা বিকাশ আঘাড়ি। তবে ১৬৪টি ভোট পেয়ে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির রাহুল নারওয়েকর।

Advertisment

মহারাষ্ট্রে কাজ শুরু নতুন সরকারের। উদ্ধবের ঘর ভাঙিয়ে রাজ্যে বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়েছেন একনাথ শিণ্ডেরা। শিণ্ডেই নয়া মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ পেয়েছেন উপ-মুখ্যমন্ত্রীর পদ। বিজেপির শীর্ষ নেতৃত্বের নির্দেশেই নাকি ফড়নবিশ উপ-মুখ্যমন্ত্রীর পদ নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ আক্রান্তের সংখ্যা!

তবে মুখ্যমন্ত্রী হতে না পারার আক্ষেপও তাঁর রয়েছে বলে ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে, বিদ্রোহী শিবসেনা বিধায়করা শনিবারই মুখ্যমন্ত্রী শিণ্ডেকে তাঁদের সমর্থন জানিয়েছেন। এবার বিধানসভায় শক্তি পরীক্ষার পালা শিণ্ডে গোষ্ঠীর।

অন্যদিকে, শনিবারই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে "দলবিরোধী কার্যকলাপে" জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করেছেন। শিণ্ডেকে বহিষ্কারের চিঠিতে উদ্ধব লিখেছেন, "শিবসেনা দলের সভাপতি হিসেবে আমি আপনাকে দলীয় সংগঠনে শিবসেনার নেতার পদ থেকে সরিয়ে দিচ্ছি।"

Maharastra Uddhav Thackeray Eknath Shinde