রাজ্যসভায় লজ্জার সম্মুখীন প্রধান বিরোধী দল কংগ্রেস। ইতিহাসে প্রথমবার ৪০-এর নিচে নেমে গেল তাদের সাংসদ সংখ্যা। অন্যদিকে, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সোমবারের নির্বাচনে ১০টি আসনে জিতে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় পৌঁছে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সংসদের উচ্চকক্ষে বিজেপির আসন সংখ্যা বেড়ে হল ৯৪। ২৪৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় এনডিএ-র অন্য শরিক দল জেডিইউ, এআইএডিএমকে, রিপাবলিকান পার্টি, অসম গণ পরিষদের আসন সংখ্যা মিলিয়ে এনডিএ শিবির পৌঁছে গেল ১১৮-য়।
উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর রয়েছেন। ২টি আসনে জিতেছেন সপার রামগোপাল যাদব এবং বসপার রামজি গৌতম। উত্তরাখণ্ডের একটি মাত্র আসন বিজেপি জিতেছে।
আরও পড়ুন ‘বিজেপির থেকে ১০ কোটি টাকা নিয়েছি’, প্রাক্তন বিধায়কের ‘স্টিং ভিডিও’ প্রকাশ কংগ্রেসের
অন্যদিকে, উত্তরপ্রদেশে বহুবছর পর কংগ্রেসের ঝুলি শূন্য। রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ-র শক্তিবৃদ্ধি হওয়ায় গুরুত্বপূর্ণ বিল পাশ নিয়ে আর বাধার সম্ভাবনা রইল না। সাধারণত, সংখ্যাগরিষ্ঠতার অভাবে ওড়িশার বিজু জনতা দল, ওয়াইএসআর কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো দলের মুখাপেক্ষী হয়ে থাকত বিজেপি। এই তিন দলের ২২ জন সাংসদ রয়েছে রাজ্যসভায়।
তবে এনডিএ ধাক্কা খেয়েছে শিরোমণি অকালি দল এবং শিবসেনা জোট ছাড়ায়। রাজ্যসভায় দুই দলের তিনজন সাংসদ রয়েছেন। বিহারে দুটি আসন ফাঁকা রয়েছে। তাদের মধ্যে একটি হল প্রয়াত রামবিলাস পাসওয়ানের আসন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন