মুখ্যমন্ত্রী পরিবর্তন করেও ভোটের আগে পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল চরমে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পর্বের জেরে গোষ্ঠীকোন্দল রুখতে ব্যর্থ হয়েছেন রাজ্যের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। কংগ্রেসের সাধারণ সম্পাদকক সরিয়ে তাঁর জায়গায় আরেক হরিশকে আনা হল। রাজস্থানের মন্ত্রী তথা এআইসিসি-র সম্পাদক হরিশ চৌধুরিকে দায়িত্বে আনা হল ভোটের আগে।
রাওয়াতের জমানায় পাঞ্জাবে কংগ্রেসের গোষ্ঠীকোন্দল চরম আকার নেয়। মন্ত্রী-বিধায়করা ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। মুখ্যমন্ত্রীর অপসারণের দাবিতে দিল্লিতে দরবার করতে থাকেন নভজ্যোত সিং সিধু। ড্যামেজ কন্ট্রোলে সিধুকে প্রদেশ সভাপতি করা হয়। ক্যাপ্টেবনকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। রাগে-ক্ষোভে কুর্সি ত্যাগ করেন ক্যাপ্টেন। তাও বিক্ষোভ থামছিল না। তড়িঘড়ি দলিত নেতা চরণজিৎ সিং চান্নিকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো হয়।
শোনা যাচ্ছে, রাওয়াত নাকি নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছিলেন। হাইকম্যান্ডের কাছে সেই মর্মে আবেদনও জানান। আগামী বছর উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ড ভোটেই মনোনিবেশ করতে চান। তাই পাঞ্জাবের দায়িত্ব ছাড়তে চেয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে আর্জি জানান। তার অনেক পরে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল তাঁকে।
আরও পড়ুন নিজের আলাদা দল বানাচ্ছেন ক্যাপ্টেন, জোট বাঁধবেন বিজেপি-অকালিদের সঙ্গেও!
এর আগে হরিশ চৌধুরি পাঞ্জাবের প্রাক্তন পর্যবেক্ষক সাধারণ সম্পাদক আশা কুমারী এবং শাকিল আহমেদের ডেপুটি হিসাবে কাজ করেছেন। ক্যাপ্টেনের অপসারণের নেপথ্যে তাঁর বড় ভূমিকা রয়েছে। তারই পুরস্কার হিসাবে পাঞ্জাবের দায়িত্ব পেলেন হরিশ চৌধুরি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন