/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/vp-jagdeep-dhankhar.jpg)
বিপুল ভোটে জিতে গেলেন। দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এনডিএ প্রার্থী ধনখড় শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৬ ভোটে ইউপিএ প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে জয়ী হলেন। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। সংসদ কক্ষে সকাল ১০টায় নির্বাচন শুরু হয়েছিল। শেষ হয়েছে বিকেল ৫টায়। ফল ঘোষণার পর ধনখড়কে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা।
Congratulations to Jagdeep Dhankhar on being elected the Vice President of India. The nation will benefit from your long and rich experience of public life. My best wishes for a productive and successful tenure.
— President of India (@rashtrapatibhvn) August 6, 2022
শুভেচ্ছা জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। ইউপিএ প্রার্থী মার্গারেট আলভাও বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান। দেখা করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congratulations to Mr Dhankhar on being elected Vice President!
I would like to thank all the leaders of the Opposition, and MPs from across parties who voted for me in this election.
Also, all the volunteers for their selfless service during our short but intense campaign.— Margaret Alva (@alva_margaret) August 6, 2022
জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, 'ধনখড়জি সংবিধানের আদর্শ অভিভাবক হিসাবে প্রমাণিত হবেন। আমি নিশ্চিত যে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে @jdhankhar1 জি সংবিধানের একজন আদর্শ অভিভাবক হিসেবে প্রমাণিত হবেন। আমি তাকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই। এছাড়াও, মোদীজির নেতৃত্বে, আমি এনডিএ-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধনখরজিকে সমর্থন করার জন্য মিত্র, অন্যান্য দল এবং সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।'
मुझे विश्वास है कि उपराष्ट्रपति व राज्यसभा के सभापति के रूप में @jdhankhar1 जी संविधान के एक आदर्श संरक्षक सिद्ध होंगे। उन्हें इस जीत पर बधाई देता हूँ।
साथ ही मोदी जी के नेतृत्व में NDA सहयोगियों, अन्य दलों व संसद सदस्यों का धनखड़ जी का समर्थन करने के लिए आभार व्यक्त करता हूँ।— Amit Shah (@AmitShah) August 6, 2022
মোট ৭২৫টি ভোটের মধ্যে ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২টি ভোট। আর ১৫টি ভোট অবৈধ বলে বিবেচিত হয়েছে। বর্তমান উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর মেয়াদ ১০ আগস্ট শেষ হচ্ছে। সেই কারণে ধনখড় ১১ আগস্ট শপথ নেবেন।
আরও পড়ুন- বিধায়ক, সাংসদ, মন্ত্রী থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে ধনখড়, একনজরে তাঁর উত্তরণ
শনিবার সংসদের উভয় কক্ষের সাংসদরা ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। সংসদ ভবনে ভোট দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেস তথা সাংসদ মনমোহন সিং, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।
Heartiest Congratulations to
NDA Vice Presidential Candidate & Ex Governor of WB; Shri @jdhankhar1 Ji for getting elected as the New Vice President of India.
I am sure an erudite scholar like you with such vast experience would prove to be one of the best VPs India ever had. pic.twitter.com/cWwOoE6yd6— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 6, 2022
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি ও এনডিএ-র দলগুলি ছাড়াও জগদীপ ধনকড়কে জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে এবং শিবসেনার (শিণ্ডে গোষ্ঠী) মতো আঞ্চলিক দলগুলি সমর্থন করেছে। অন্যদিকে কংগ্রেস সহ বিজেপি বিরোধী দল আম আদমি পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) মার্গারেট আলভাকে ভোট দেওয়ার ঘোষণা করেছিল।
Congratulations to Shri Jagdeep Dhankhar on winning the Vice Presidential elections. His long public life, wide experience and deep understanding of people’s issues will certainly benefit the nation. I am confident that he will make an exceptional VP & Rajya Sabha Chairman.
— Rajnath Singh (@rajnathsingh) August 6, 2022
তবে, উপরাষ্ট্রপতি ভোট ঘিরে বিরোধীদের ছন্নছাড়া অবস্থান লক্ষ্য করা গিয়েছে। তৃণমূল সাংসদরা এই ভোটদান থেকে বিরত ছিলেন। উভয় কক্ষ মিলিয়ে তৃণমূলের মোট ৩৯ জন সাংসদ রয়েছে। যা বিরোধীদের মধ্যে সংসদে কংগ্রেসের পরেই সর্বোচ্চ। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল-সহ বিরোধীদের এই ছন্নছাড়া অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন আলভা।
This election was an opportunity for the opposition to work together, to leave the past behind & build trust amongst each other. Unfortunately, some opposition parties chose to directly or indirectly support the BJP, in an attempt to derail the idea of a united opposition.
— Margaret Alva (@alva_margaret) August 6, 2022
৭১ বছর বয়সি ধনখড় সমাজতান্ত্রিক পটভূমি থেকে উঠে আসা রাজস্থানের একজন জাঠ নেতা। আর, ৮০ বছর বয়সি মার্গারেট আলভা কংগ্রেসের একজন প্রবীণ নেত্রী। তিনি রাজস্থান ও উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Read full story in English