Advertisment

ঝাড়খণ্ডে উপনির্বাচনে JMM-কংগ্রেসের জয়জয়কার, হার বিজেপির

দুমকা এবং বারমো কেন্দ্র ধরে রাখল শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পড়শি রাজ্য বিহারে টানটান উত্তেজনার পরিবেশ হলেও ঝাড়খণ্ডে দুটি বিধানসভা আসনে উপনির্বাচনে শাসকগোষ্ঠীরই জয়জয়কার। দুমকা এবং বারমো কেন্দ্র ধরে রাখল শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস। দুই কেন্দ্রেই ধরাশায়ী বিজেপি। জেএমএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ছোট ভাই বসন্ত সোরেন বিজেপির প্রার্থী লইস মোরান্ডিকে সাড়ে ছয় হাজার ভোটে হারিয়েছেন।

Advertisment

আরও পড়ুন হরিয়ানার বরোদা উপনির্বাচনে ধরাশায়ী বিজেপির যোগেশ্বর দত্ত

অন্যদিকে, বারমো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কুমার জয়মঙ্গল ওরফে অনুপ সিং হারিয়েছেন বিজেপির যোগেশ্বর মাহাতো বাঁটুলকে। প্রায় ১৪ হাজার ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী। আগে এই দুটি কেন্দ্র জেএমএম এবং কংগ্রেসের দখলেই ছিল। দুই বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচন হয়। তবে প্রত্যাশিত ফলাফলই হয়েছে।

তবে হেমন্ত সোরেনের নজর রয়েছে বিহার ভোটে। সেখআনে এনডিএ সরকার ফের ক্ষমতায় এলে চাপ বাড়বে ঝাড়খণ্ড সরকারের উপর।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CONGRESS jharkhand
Advertisment