Advertisment

'বিশ্বের সর্ববৃহৎ দল গুন্ডাগিরি করছে, যুব সমাজ কী ভাববে?' বিজেপিকে খোঁচা কেজরিওয়ালের

দেশের জন্য তিনি প্রাণ দিতেও প্রস্তুত, দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
I am worlds sweetest terrorist Kejriwal rejects separatist remarks

অরবিন্দ কেজরিওয়াল

বাড়িতে হামলার ঘটনায় এবার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তিনি বিজেপির যুব মোর্চার হামলার ঘটনায় তীব্র নিন্দা করে জানিয়েছেন, তিনি একজন দেশের সাধারণ নাগরিক যে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত।

Advertisment

এদিন তিনি একটি সরকারি অনুষ্ঠানে বলেন, "দেখুন কেজরিওয়াল গুরুত্বপূর্ণ নয়। আমি দেশের একজন খুব সাধারণ মানুষ। দেশের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু আমি মনে করি, এসব গুন্ডাগিরি করে দেশ আগে যেতে পারবে না। দেশকে আগে নিয়ে যেতে গেলে, একুশ শতকের ভারত বানাতে হলে প্রেম-ভালবাসা দিয়ে সবাই মিলে কাজ করলে দেশ আগে যাবে। ৭৫ বছর আমরা নষ্ট করেছি দেশের। নোংরা রাজনীতি করে, গুন্ডাগিরি করে, নিজেদের মধ্যে মারামারি করে।"

তিনি আরও বলেছেন, "যদি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল, দেশের শাসকদল যদি রাজধানীতে এমন গুন্ডাগিরি করে তাহলে যুব সমাজের কাছে কী বার্তা যাবে, একজন সাধারণ যুবক কী ভাববে, এটাই হয়তো রীতি। বাজে বার্তা যাচ্ছে তাঁদের কাছে।"

আরও পড়ুন কেজরিওয়ালের বাড়িতে ‘হামলা’ যুব মোর্চার, সিসিটিভি-ব্যারিকেড ভাঙার অভিযোগ, দিল্লিতে ধুন্ধুমার

এদিন কেজরিওয়াল ই-অটোরিকশা কর্মসূচির সূচনা করেন দিল্লিতে। প্রসঙ্গত দিল্লির উপমুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন, বিজেপি কেজরিওয়ালকে হারাতে ব্যর্থ হয়ে এখন শেষ করে দিতে চাইছে। ওরা কেজরিওয়ালকে খুন করতে চাইছে। এই হামলা তাঁকে খুনের একটা চক্রান্ত।

bjp Arvind Kejriwal Yuva Morcha
Advertisment