আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সঙ্গে কংগ্রেসের জোট প্রস্তাব বাতিল হতেই রীতিমতো অগ্নিশর্মা অরবিন্দ কেজরিওয়াল। অবিজেপি ভোট ভাগাভাগি করে পদ্মশিবিরকে সুবিধা করে দিতেই কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে তোপ দেগেছেন আপ সুপ্রিমো। কংগ্রেস বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেছে বলেও তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, দিল্লিতে আপের সঙ্গে জোট প্রসঙ্গে রাহুল গান্ধীর বাসভবনে বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে যে হাত-ঝাড়ুর জোট হবে না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়ে যায় এদিনের বৈঠকেই।
উল্লেখ্য, গত সপ্তাহে কংগ্রেসের উপর চাপ দেওয়ার কৌশলেই লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করে দেয় আপ। দিল্লির মোট ৭টি লোকসভা আসনের মধ্যে ৬টিতে প্রার্থীদের নাম ঘোষণা করে কেজরিওয়ালের দল। এরআগে প্রায় বিগত তিন মাস ধরে আপ ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে জোটের আসন রফার বিষয়ে আলোচনা করেছে। কিন্তু, শেষ পর্যন্ত ঐক্যমত গড়ে ওঠেনি। এরপরই একটি আসন ছেড়ে দিল্লির বাকি ছয়টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় আপ। এদিন, দলের চূড়ান্ত রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসে কংগ্রেসও, তখনই আপের সঙ্গে জোট না করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে।
Read the full story in English