মমতার দেখানো পথে হেঁটে আসন্ন নির্বাচনে হয় নিশ্চিত করতে মরিয়া কেজরিওয়াল। এবার দিল্লির মহিলারা প্রতি মাসে বাড়িতে বসেই পাবেন ২১০০ টাকা। বিরাট ঘোষণা কেজরিওয়ালের।
'দিল্লি মহিলা সম্মান যোজনার' জন্য নাম নথিভুক্ত করার কাজ আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে। এই প্রকল্পের অধীনে, মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়া হবে।
দিল্লিতে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে সোমবার (২৩ ডিসেম্বর) থেকে 'মহিলা সম্মান যোজনা'-র জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন মহিলারা। সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল জানান, মহিলাদের প্রতি মাসে ২১০০ টাকা দেওয়া হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে নাম নথিভুক্ত করার পদ্ধতি । এই প্রকল্পের সুবিধা পেতে, মহিলাদের নাম নথিভুক্ত করা আবশ্যক।
কেজরিওয়াল আরও বলেন, "আমরা দিল্লির মানুষের জন্য একটি খুব ভালো খবর নিয়ে এসেছি। আমরা দিল্লির মানুষের জন্য দুটি স্কিম নিয়ে এসেছি। আমরা মহিলাদের জন্য ২১০০ টাকার 'সম্মান নিধি' দেওয়ার ঘোষণা করেছি। আগামীকাল থেকেই নাম নথিভুক্ত করার পদ্ধতি শুরু হচ্ছে, আপনার কোথাও আসার দরকার নেই, বাড়িতে বসেই মিলবে রেজিস্ট্রেশনের সুবিধা।
একই সময়ে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, "দ্বিতীয় সঞ্জীবনী স্কিমের অধীনে বয়স্করা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই স্কিমের জন্য রেজিস্ট্রেশনও শুরু হবে। শুধুমাত্র দিল্লির ভোটাররাই এই স্কিমের সুবিধা পাবেন। " এই সময় কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বলেন, যারা কেজরিওয়ালকে গালি দেয় এবং আমি তাদের বলতে চাই কেজরিওয়ালকে গালি দিয়ে কিছুই অর্জন করা যাবে না। দিল্লির মানুষের জন্য কাজ করার চেয়ে ভালো কিছুই হতে পারে না"।