অবাক কাণ্ড বেঙ্গালুরুতে৷ এক সেনাকর্মীর ‘মৃত্যু’ সংবাদ পেয়ে তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী৷ পরিবারের লোকেদের কথা শোনার আগেই মন্ত্রীর মুখে প্রতিশ্রুতির ‘ফুলঝুড়ি’৷ অবাক পরিজনেরা সটান ফোন ধরিয়ে কথা বলালেন কর্মরত সেনাকর্মীর সঙ্গে৷ পরিস্থিতি বেগতিক বুঝে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্রীয় মন্ত্রী এ নারায়ণস্বামী৷ কোথাও মস্ত একটা ভুল যে হয়েছে, তড়িঘড়ি বুঝতে পেরেই বাড়ি ছাড়লেন মন্ত্রী৷
ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার? মোদী মন্ত্রিসভার নতুন সদস্য এ নারায়ণস্বামী৷ দক্ষিণের এই বিজেপি নেতা দলেরই কর্মসূচি ‘জন আশীর্বাদ যাত্রা’য় প্রচুর সময় দিচ্ছেন৷ কর্নাটকের বাসিন্দা সেনাকর্মী বাসবরাজ হীরেমাথ বছরখানেক আগে পুণেতে মারা গিয়েছিলেন৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে যাওয়ার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর৷ প্রাথমিক ভুলটা ছিল স্থানীয় বিজেপি নেতাদেরই৷ মুলাগুন্দ জেলায় দলের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এ নারায়ণস্বামী পৌঁছে যান আর এক সেনাকর্মী রবিকুমার কট্টিমণির বাড়িতে৷ খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে বাড়িতে দেখে প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন ওই সেনাকর্মীর পরিবারের সদস্যরা৷
আরও পড়ুন- অক্টোবরের মধ্যেই মাসে ১ কোটি টিকার ডোজ, আশার বাণী শোনাল Zydus Cadila
বাড়িতে ঢুকেই মন্ত্রী সেই বাড়িরই ছেলের ‘মৃত্যু’তে সমবেদনা জানাতে শুরু করে দেন৷ শুধু তাই নয়, ওই পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন তিনি৷ অবাক দৃষ্টিতে মন্ত্রীর এই তৎপরতা দেখতে থাকেন বর্তমানে কাশ্মীরে কর্মরত রবিকুমারের বাড়ির লোকজন৷ শেষমেশ রবিকুমারের স্ত্রী ফোনে তাঁর স্বামীকে ধরেন৷ মন্ত্রীর সঙ্গে কথা বলান তাঁর স্বামীর৷ মস্ত বড় ভুল যে হয়েছে তা বুঝতে আর দেরি হয়নি মন্ত্রীর৷
এরপরেই খানিকটা ড্যামেজ কন্ট্রোলের সুরেই কথা এগোতে থাকেন এ নারায়ণস্বামী৷ সেনাকর্মীদের কাজের প্রশংসা করতেই তিনি এসেছিলেন বলে দাবি করতে থাকেন৷ তবে কয়েক মুহূর্তের মধ্যেই সেই বাড়ি থেকে চলে যান মন্ত্রী৷ নেতাকে চলে যেতে দেখে ধীরে-ধীরে ভিড় কমাতে শুরু করেন স্থানীয় বিজেপি নেতারাও৷ অন্যদিকে, যাঁর বাড়িতে মন্ত্রীর যাওয়ার কথা ছিল সেই প্রয়াত সেনাকর্মীর পরিবার মন্ত্রীর এই তৎপরতায় অবাক৷ প্রয়াত সেনাকর্মী বাসবরাজ হীরেমাথের মা জানিয়েছেন, তাঁদের বাড়িতে আর কেউ আসেন না৷ কেউ খোঁজও নেন না৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন