scorecardresearch

জওয়ান দিব্যি ডিউটিতে কাশ্মীরে, ‘মৃত্যু’তে সমবেদনা জানাতে বাড়িতে হাজির মন্ত্রী

এই কাণ্ডের জন্য দলের স্থানীয় নেতাদেরই দুষেছেন এই বিজেপি নেতা৷

minister-visits-serving-soldiers-house-to-offer-condolences-and-embarrassed
জীবিত সেনাকর্মীর বাড়িতে ‘সমবেদনা’ জানাতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী৷

অবাক কাণ্ড বেঙ্গালুরুতে৷ এক সেনাকর্মীর ‘মৃত্যু’ সংবাদ পেয়ে তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী৷ পরিবারের লোকেদের কথা শোনার আগেই মন্ত্রীর মুখে প্রতিশ্রুতির ‘ফুলঝুড়ি’৷ অবাক পরিজনেরা সটান ফোন ধরিয়ে কথা বলালেন কর্মরত সেনাকর্মীর সঙ্গে৷ পরিস্থিতি বেগতিক বুঝে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কেন্দ্রীয় মন্ত্রী এ নারায়ণস্বামী৷ কোথাও মস্ত একটা ভুল যে হয়েছে, তড়িঘড়ি বুঝতে পেরেই বাড়ি ছাড়লেন মন্ত্রী৷

ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার? মোদী মন্ত্রিসভার নতুন সদস্য এ নারায়ণস্বামী৷ দক্ষিণের এই বিজেপি নেতা দলেরই কর্মসূচি ‘জন আশীর্বাদ যাত্রা’য় প্রচুর সময় দিচ্ছেন৷ কর্নাটকের বাসিন্দা সেনাকর্মী বাসবরাজ হীরেমাথ বছরখানেক আগে পুণেতে মারা গিয়েছিলেন৷ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে যাওয়ার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় মন্ত্রীর৷ প্রাথমিক ভুলটা ছিল স্থানীয় বিজেপি নেতাদেরই৷ মুলাগুন্দ জেলায় দলের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এ নারায়ণস্বামী পৌঁছে যান আর এক সেনাকর্মী রবিকুমার কট্টিমণির বাড়িতে৷ খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে বাড়িতে দেখে প্রথমে খানিকটা হতচকিত হয়ে পড়েন ওই সেনাকর্মীর পরিবারের সদস্যরা৷

আরও পড়ুন- অক্টোবরের মধ্যেই মাসে ১ কোটি টিকার ডোজ, আশার বাণী শোনাল Zydus Cadila

বাড়িতে ঢুকেই মন্ত্রী সেই বাড়িরই ছেলের ‘মৃত্যু’তে সমবেদনা জানাতে শুরু করে দেন৷ শুধু তাই নয়, ওই পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন তিনি৷ অবাক দৃষ্টিতে মন্ত্রীর এই তৎপরতা দেখতে থাকেন বর্তমানে কাশ্মীরে কর্মরত রবিকুমারের বাড়ির লোকজন৷ শেষমেশ রবিকুমারের স্ত্রী ফোনে তাঁর স্বামীকে ধরেন৷ মন্ত্রীর সঙ্গে কথা বলান তাঁর স্বামীর৷ মস্ত বড় ভুল যে হয়েছে তা বুঝতে আর দেরি হয়নি মন্ত্রীর৷

এরপরেই খানিকটা ড্যামেজ কন্ট্রোলের সুরেই কথা এগোতে থাকেন এ নারায়ণস্বামী৷ সেনাকর্মীদের কাজের প্রশংসা করতেই তিনি এসেছিলেন বলে দাবি করতে থাকেন৷ তবে কয়েক মুহূর্তের মধ্যেই সেই বাড়ি থেকে চলে যান মন্ত্রী৷ নেতাকে চলে যেতে দেখে ধীরে-ধীরে ভিড় কমাতে শুরু করেন স্থানীয় বিজেপি নেতারাও৷ অন্যদিকে, যাঁর বাড়িতে মন্ত্রীর যাওয়ার কথা ছিল সেই প্রয়াত সেনাকর্মীর পরিবার মন্ত্রীর এই তৎপরতায় অবাক৷ প্রয়াত সেনাকর্মী বাসবরাজ হীরেমাথের মা জানিয়েছেন, তাঁদের বাড়িতে আর কেউ আসেন না৷ কেউ খোঁজও নেন না৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest National news download Indian Express Bengali App.

Web Title: Minister visits serving soldiers house to offer condolences and embarrassed