পাঞ্জাব কংগ্রেসে অন্তর্কলহের মধ্যেই শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন নভজ্যোত সিং সিধু। দিল্লিতে কংগ্রেস কার্যকরী সভানেত্রী ছাড়াও বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক তথা পাঞ্জাবের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। জোর গুঞ্জন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কোন্দল মেটাতে সিধুকে প্রদেশ সভাপতি করা হতে পারে। সেই সূত্রেই এদিনের জরুরি সাক্ষাৎ বলে কংগ্রেস সূত্রে খবর।
যদিও কী নিয়ে সাক্ষাৎ তা মিডিয়ার সামনে খোলসা করেননি সিধু। তিনি সোনিয়ার সঙ্গে দেখা করেই বেরিয়ে যান। হরিশ রাওয়াত পরে সাংবাদিকদের জানিয়েছেন, নিজের বক্তব্যই জানাতে এসেছিলেন দলের কার্যকরী সভানেত্রীকে। পাঞ্জাব কংগ্রেস নিয়ে সোনিয়া সিদ্ধান্ত নিলেই মিডিয়া রাওয়াত জানাবেন বলেছেন।
বৈঠকের আগে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের আপ্ত সহায়ক নরিন্দর ভামব্রি ১০ জনপথে এসে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্র নিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেছেন বলে জল্পনা ছড়ায়। তবে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা রবীন ঠুকরাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার স্পষ্ট করেছেন যে তিনি পদত্যাগ করবেন না।
আরও পড়ুন সিধুকে প্রদেশ সভাপতি করতে পারে কংগ্রেস! পাঞ্জাব ভোটের আগেই সিদ্ধান্ত
কংগ্রেস সূত্রে খবর, আজই পার্টি হাইকম্যান্ড পাঞ্জাবের প্রদেশ কমিটির সভাপতি নিয়ে ঘোষণা করতে পারে। তার আগে প্রাক্তন কেন্দ্রী মন্ত্রী মনীশ তিওয়ারি পাঞ্জাবের ডেমোগ্রাফি টুইট করে জল্পনা বাড়ান। সিধু এবং ক্যাপ্টেন দুজনই জাঠ শিখ। সিধু প্রদেশ সভাপতি হলে রাজ্যের দুই নেতাই হবেন একই সম্প্রদায়ের। অন্যদিকে বর্তমান প্রদেশ সভাপতি সুনীল জাখার হলেন হিন্দু। প্রদেশ সভাপতি বাছতে ভোটের আগে জাতপাতের হিসেবনিকেষও কষছে কংগ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন