এনআরসি ও সিএএ লাগু করা হবে না। কংগ্রেস সভানেত্রীর তা ঘোষণার দাবি করুন। হাত শিবিরের কাছে আর্জি জানালেন জেডিইউ-এর সহ সভাপতি প্রশান্ত কিশোর। এছাড়া, এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে শামিল হওয়ায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ধন্যবাদ জানান ভোটগুরু কিশোর।
আরও পড়ুন: সিএএ প্রতিবাদে নেই কেন? কংগ্রেসকে তুলোধনা পিকের
টুইটে প্রশান্ত কিশোর লেখেন, 'কংগ্রেস পরিচালিত রাজ্যগুলি আলাদা করে সিএএ-এনআরসি লাগু করবে না বলে জানানোর বদলে সভানেত্রী তা ঘোষণা করলে প্রভাব অনেক বেশি হবে।' এছাড়াও তিনি লেখেন, 'সিএএ ও এনআরসি বিরোধী জনগণের এই আন্দোলনে তিনি যোগ দেওয়ায় আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, সোমবার রাজঘাটে সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বসেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পাশাপাশি ছিলেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধীরাও।
Thanks @rahulgandhi for joining citizens’ movement against #CAA_NRC. But as you know beyond public protests we also need states to say NO to #NRC to stop it.
We hope you will impress upon the CP to OFFICIALLY announce that there will be #No_NRC in the #Congress ruled states. ????????
— Prashant Kishor (@PrashantKishor) December 24, 2019
এরপরই আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ টুইটেই প্রশান্ত কিশোরকে কটাক্ষ করেন। তাঁর দল জেডিইউ ক্যাব-কে সমর্থ করেছে। ভোট দিয়েছে বিলের পক্ষে। সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে গগৈ জানিয়েছেন, 'দেখে আশ্চর্য লাগছে যে এমন একজন একথা বলছেন যে, তাঁর দলই বিলকে সমর্থন করেছে। নিজের দলকে ভাল করে বিষয়টি বোঝানোর ক্ষেত্রে প্রশান্ত সাফল্য পাক। এই শুভেচ্ছাই জানাই।'
Amazing to see this tweet being adopted by a party that voted to make CAA a law in the Parliament. Wish @PrashantKishor was more successful in convincing his party to be consistent. Still thanks, better later than never. https://t.co/VdHcpkiXJS
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) December 24, 2019
প্রসঙ্গত, দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পাশে থেকে প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোচ্চার হয়ে আসছেন জেডিইউ নেতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর। সিএএ-এনআরসি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তাও দিয়েছেন এই নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট। এ ইস্যুতে এবার কংগ্রেসকে বিঁধলেন পিকে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে কেন রাস্তায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দেখা যাচ্ছে না, সে নিয়ে সোচ্চার হলেন কিশোর।
আরও পড়ুন: ‘প্রশান্ত কিশোর দালাল, ফালতু ছোকরা’
শনিবার টুইট করে তৃণমূলের ভোটকুশলী লিখেছেন, ‘‘সিএএ ও এনআরসির বিরুদ্ধে নাগরিকদের লড়াইয়ে কংগ্রেসকে দেখা যাচ্ছে না। এই আন্দোলনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুপস্থিত’’। সোনিয়া গান্ধীর ভিডিও বার্তার প্রসঙ্গ টেনে পিকে লিখেছেন, ‘‘যেসব মুখ্যমন্ত্রীরা বলছেন তাঁদের রাজ্যে এনআরসি লাগু করতে দেবেন না, তাঁদের সঙ্গে সমস্ত কংগ্রেসের মুখ্যমন্ত্রীদের একত্রিত করতে পারে কংগ্রেস, তা না করলে এই বক্তব্য (সোনিয়া গন্ধীর ভিডিও বার্তা) ভিত্তিহীন’’।
Read the full story in English