Advertisment

"আগের সরকার ভুমিপুত্রদের জমির অধিকার দেয়নি", শিবসাগরে সরব প্রধানমন্ত্রী

'আত্মনির্ভর আসাম' গড়ার ডাক মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আসামের শিবসাগর জেলায় এদিন একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। বিলি করেন প্রায় ১ লক্ষ পাট্টা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'পূর্বতন কংগ্রেস সরকার গরিবদের জমির অধিকার রক্ষায় কাজ করেনি। তাঁর অভিযোগ, 'দেখে খারাপ লাগছে স্বাধীনতার এত বছর পরেও আসামের ভুমিপুত্ররা জমির অধিকার পায়নি। ফলে আদিবাসীদের একটা শতাংশ এখনও ছিন্নমূল। আমাদের সরকার যখন ক্ষমতায় আসে ততদিন পর্যন্ত এঁদের কোনও জমির অধিকার, আইনি কাগজ ছিল না।'

Advertisment

আগের কংগ্রেস সরকারকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, 'আগের সরকার আপনাদের নিয়ে উদ্বিগ্ন ছিল না। কিন্তু সর্বানন্দ সোনওয়াল সরকার আপনাদের হয়ে কাজ করছে। ভুমিপুত্রদের ভাষা ও সংস্কৃতি অক্ষুন্ন রাখতে লড়ছে।' তিনি বলেন, 'দ্রুত গতিতে অসমের উন্নয়ন প্রয়োজন। আত্মনির্ভর আসাম গড়তে আগে রাজ্যবাসীর আত্মবিশ্বাস বাড়ানো দরকার। রাজ্যের ৪০% মানুষ আয়ুষ্মান ভারত থেকে লাভবান।'

আরও পড়ুন একাধিক দেশকে করোনা টিকা পাঠিয়েছে ‘প্রকৃত বন্ধু’ ভারত, ভূয়সী প্রশংসা আমেরিকার

এদিন তিনি জানান, আসামের বিজেপি সরকার গত ৫ বছরে প্রায় ১ লক্ষ ১০ হাজার পাট্টা বিলি করেছে। লক্ষাধিক মানুষ এর সুবিধা পেয়েছে। চলতি বছরেই আসামে বিধানসভা নির্বাচন। এনআরসি নিয়ে সে রাজ্যে কিছুটা বিপাকে বিজেপি সরকার। সেই বিপাক থেকে সরকারকে সুরাহা খুঁজে দিতে ভুমিপুত্রদের কাছে টানতে চাইলেন প্রধানমন্ত্রী। এমনটাই বিশ্লেষকদের মত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Assam
Advertisment