কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের বিভিন্ন স্তম্ভ নষ্ট করার চেষ্টার অভিযোগ আগেই এনেছিল কংগ্রেস। অভিযোগের সেই চড়া সুর ধরে রেখেই বুধবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। সংসদে বাজেট অধিবেশনের প্রারম্ভে রাষ্ট্রপতির ভাষণের ওপর গৃহীত ধন্যবাদসূচক প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে রাহুলের কটাক্ষ, 'রাজা কারও কথা শোনেন না।'
Advertisment
মোদি সরকারের যে 'ভিশন' বা দর্শন নিয়ে শাসক দল বিজেপি বারবার নিজের পিঠ চাপড়ায়, বক্তব্যে বুধবার সেই দর্শনকেই নিশানা করেন রাহুল। কংগ্রেস সাংসদের কথায়, 'দৃষ্টিভঙ্গি আসলে দুটো। এক- ভারত যুক্তরাষ্ট্র। এটাও অংশীদারিত্ব, কোনও রাজত্ব নয়। দ্বিতীয় দৃষ্টিভঙ্গী হল- লাঠি হাতে ভারত শাসন। কেন্দ্রীকরণের দৃষ্টিভঙ্গী। কংগ্রেস ১৯৪৭ সালে রাজতন্ত্রের ধারণাকে বাতিল করে দিয়েছিল। সেটাই এখন আবার ফিরে এসেছে। সমস্ত প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে। আপনার (পড়ুন প্রধানমন্ত্রী) দৃষ্টিভঙ্গীতে কৃষকের বলার অধিকার নেই। রাজা কারও কথাই শোনেন না।'
চলতি মাসেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার মধ্যে পঞ্জাব, উত্তরপ্রদেশও রয়েছে। সাম্প্রতিক কৃষক আন্দোলনে এই সব রাজ্যের কৃষকরাই ছিলেন নেতৃত্বে। সেকথা মাথায় রেখে, রাহুলের বক্তব্যে স্বভাবতই উঠে এসেছে কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাবের কথা। পাশাপাশি এই সব রাজ্যের বহু যুবক ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। কংগ্রেস সাংসদ তাই মোদি সরকারের প্রতিরক্ষা নীতিকেও বুধবার তুলোধোনা করতে ছাড়েননি।
টেনে এনেছেন চিন প্রসঙ্গ। রাহুলের কথায়, ' চিনের দৃষ্টিভঙ্গী পরিষ্কার। চিনের যে একটা ফন্দি আছে, সেব্যাপারে আমার মনে কোনও সন্দেহ নেই। চিনের ফন্দি ডোকলাম আর লাদাখ নিয়ে। আমরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, তাকে অবহেলা করার কোনও কারণ নেই। কারণ এটা ভারত রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুতর হুমকি। জম্মু-কাশ্মীর নিয়ে ইতিমধ্যেই বহু কৌশলগত ভুল হয়েছে। আমাদের বিদেশ নীতিতেই বিরাট ভুল ছিল। আর আমরা সেটা সংশোধনও করি নি।'