এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে শিবসেনা। এমনটাই জানালেন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। সোমবার এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলীয় বৈঠক ডেকেছিলেন উদ্ধব। সেখানে দলের সাংসদদের বেশিরভাগ দ্রৌপদী মুর্মুকে সমর্থনের কথা বলেন। তার পরই দ্রৌপদীকে সমর্থনের সিদ্ধান্ত নেন শিবসেনা নেতৃত্ব।
বৈঠক শেষে দ্রৌপদীকে সমর্থন করা নিয়ে তাঁর ওপর চাপের কথা অস্বীকার করেন উদ্ধব। তিনি বলেন, 'শিবসেনা সাংসদদের বৈঠকে কেউ আমার ওপর চাপ দেয়নি। দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে।' অবশ্য একদিন আগেই সেনার জনপ্রতিনিধিরা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য উদ্ধবের কাছে আর্জি জানিয়েছিলেন।
এর আগে সেনার মুখপাত্র সঞ্জয় রাউত ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'দল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। তার অর্থ এই নয় যে বিজেপিকে সমর্থন করছে শিবসেনা। শিবসেনা যেটা ঠিক মনে করে, সেটাই করে থাকে। অতীতেও আমরা কংগ্রেসের রাষ্ট্রপতি পদপ্রার্থী টিএন শেষনকে সমর্থন করেছিলাম। আবার ইউপিএ প্রার্থী প্রতিভা পাতিলকে সমর্থন করেছিলাম। প্রণব মুখার্জিকে সমর্থন করেছিলাম। সেনার ঐতিহ্যই হল রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা। আমরা জাতীয় স্বার্থে জনগণকে সমর্থন করি। প্রথম আদিবাসী মহিলা হিসেবে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন। মহারাষ্ট্রে বহু আদিবাসী মানুষ আছেন। আদিবাসী এলাকাতেও বহু শিবসৈনিক আছেন। সেখানে আমাদের বিধায়কও আছে।'
আরও পড়ুন- জয়ললিতার পার্টিতে কোন্দল চরমে, দলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টানাটানি দুই গোষ্ঠীর
আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। তবে, সাংসদরা যেখানে চাইবেন, সেখানেই ভোট দিতে পারেন। কারণ, কোনও হুইপ জারি করা হচ্ছে না-বলেই জানিয়েছেন শিবসেনা নেতৃত্ব। রাউত জানিয়েছেন, উদ্ধবের ডাকা সাংসদদের বৈঠকে কেবলমাত্র দু'জন সাংসদ অনুপস্থিত ছিলেন। তাঁরা হলেন একনাথ শিণ্ডের ছেলে শ্রীকান্ত শিণ্ডে ও ভাবনা গাউলি। শিবসেনার এক শীর্ষ নেতা দলের বৈঠক শেষে বলেন, 'দলের সাংসদরা চেয়েছিলেন আদিবাসী প্রতিনিধি হিসেবে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে। এতে ভুল কিছু নেই। এর আগেও দল সঠিক প্রার্থীকে বেছে নিয়ে তাঁদের সমর্থন করেছে।'
Read full story in English