Advertisment

বিহার ছেড়ে এবার দিল্লিতে সুশীল মোদী, রাজ্য়সভা উপনির্বাচনে মনোনয়নপত্র পেশ

বিহারে রাজ্য়সভার আসনে উপনির্বাচনে বুধবার মনোনয়নপত্র পেশ করলেন সে রাজ্য়ের প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
sushil modi, সুশীল মোদী

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজ্য়সভায় পা রাখতে চলেছেন বিজেপি নেতা সুশীল মোদী। বিহারে রাজ্য়সভার আসনে উপনির্বাচনে বুধবার মনোনয়নপত্র পেশ করলেন সে রাজ্য়ের প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী তথা এলজেপি নেতা রামবিলাস পাসোয়ানের প্রয়াণের জন্য় আসনটি খালি হয়ে পড়ে।

Advertisment

এনডিএ জোটের নেতাদের উপস্থিতিতে এদিন বিধানসভা সেক্রেটারিয়েটে মনোনয়নপত্র দাখিল করেন মোদী। সেখানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হিসেবে বিহারের দায়িত্ব সামলেছিলেন সুশীল মোদী।

আরও পড়ুন: কৃষি আইন ঘিরে চাপে মোদী বাহিনী, এবার এনডিএ ছাড়ার ‘হুঙ্কার’ আরএলপি-র

এদিন নীতীশ বলেন, ‘‘আ্রমার প্রাক্তন সহকর্মীকে অভিনন্দন জানাতে এখানে এসেছি। উনি বর্তমানে একজন এমএলসি। আগে লোকসভার সদস্য় হয়েছেন। তার আগে বিধায়কও হয়েছেন...’’।

উল্লেখ্য়, এ বছর বিহারের উপমুখ্য়মন্ত্রী পদ দেওয়া হয়নি সুশীল মোদীকে। তাঁর পরিবর্তে এবার বিহারের উপমুখ্য়মন্ত্রী করা হয়েছে তারাকিশোর প্রসাদ ও রেণু দেবীকে। ফলে সুশীল মোদীর রাজনৈতিক ভবিষ্য়ৎ নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ তাঁকে রাজ্য়সভায় পাঠানোর সিদ্ধান্ত নেন বিজেপি নেতৃত্ব। তাঁকে সমর্থনের জন্য় বিজেপি ও এনড়িএ শরিকদের ধন্য়বাদ জানিয়েছেন সুশীল মোদী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment