Advertisment

বিজেপি-বিরোধী জোটকে আরও শক্তিশালী করার বার্তা চিদম্বরমের

লক্ষ্য ২০২৪৷ মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামছে ১৯ টি বিরোধী দলের জোট৷

author-image
IE Bangla Web Desk
New Update
Those who prize freedom must welcome unity by 19 parties, says Chidambaram

পি চিদাম্বরম। ফাইল ছবি।

যাঁরা সব অধিকারের চেয়ে স্বাধীনতাকেই পুরস্কৃত করতে চান তাঁরা বিরোধী জোটে সামিল হন, বার্তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের৷ শুক্রবারই সোনিয়া গান্ধীর ডাকে ১৯ টি বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে পথে নামার পক্ষে সওয়াল করেছে একাধিক দল৷ ঠিক তার পরের দিনেই বিজেপি-বিরোধী এই মহাজোটে কেন্দ্র-বিরোধী প্রত্যেক দলকে সামিল হতে বার্তা চিদম্বরমের৷

Advertisment

লক্ষ্য ২০২৪-এর লোকসভা ভোট৷ তার আগেই মোদী-শাহ বিরোধী জোট আরও পোক্ত করতে তৎপরতা বিরোধীদের৷ শুক্রবার বিজেপি বিরোধী দলগুলির শীর্ষনেতাদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ সেই বৈঠকে ১৯ টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন৷ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার থেকে শুরু করে উদ্ধব ঠাকরে-সহ মোট ১৯ টি দলের শীর্ষনেতা হাজির ছিলেন৷ বৈঠকে বিজেপি বিরোধী জোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, ইগো ও ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে সকলকে জোটবদ্ধ হয়ে গেরুয়া শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তাঁর বার্তা, কংগ্রেসের সঙ্গে যাঁদের যোগাযোগ নেই তাঁদেরও বিরোধী জোটে সামিল করতে হবে৷

আরও পড়ুন- তীব্র দাবদাহে অসুস্থ সেনা জওয়ানের মৃত্যু, হাসপাতালে আশঙ্কাজনক আরও ৪ জন

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার ক্ষেত্রে এই মুহূর্তে বিরোধীদের কাছে একগুচ্ছ ইস্যু রয়েছে৷ পেগাসাস-কাণ্ডের প্রতিবাদ থেকে শুরু করে কৃষি আইন প্রত্যাহারের দাবি, পেট্রোপণ্যের দাম কমানোর দাবি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বিরোধীরা৷ সংসদের বাদল অধিবেশনে কেন্দ্র-বিরোধী জোটের তৎপরতা নজরে পড়েছে৷ শুক্রবার সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকেও রাজ্যে-রাজ্যে কেন্দ্র-বিরোধী আন্দোলনে নামার একটি রূপরেখা তৈরি হয়েছে৷ আগামী ২০-৩০ সেপ্টেম্বর দেশজুড়ে কেন্দ্রের মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ও নিজেদের দাবি-দাওয়া আদায়ে পথে নামতে তৈরি বিরোধীরা৷

এই পরিস্থিতিতে বিজেপি-বিরোধী সেই জোটকেই আরও শক্তিশালী করার বার্তা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের৷ টুইটে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘যাঁরা অন্য সব অধিকারের চেয়ে স্বাধীনতাকেই পুরস্কৃত করতে চান তাঁদের অবশ্যই ১৯ টি রাজনৈতিক দল এবং এসপি সমর্থিত এই জোটকে স্বাগত জানাতে হবে। যাঁরা এই ঐক্যের সমালোচনা করবেন, তাঁদের জার্মান যাজক মার্টিন নেইমোলারের বিখ্যাত কথাগুলি মনে রাখা উচিত।’’

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Congress Leader P Chidambaram bjp
Advertisment