বিরোধীদের সরকার ভাঙতে পদ্ম শিবির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগায়। বারবারই এই অভিযোগ বিরোধী শিবিরের। যা সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের পর অন্য মাত্রা পেল। আস্থা ভোটে এ দিন অনায়াসে জয় পায় শিণ্ডে সরকার। তারপরই হাটে হাঁড়ি ভাঙলেন খোদ উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। দাবি করলেন, মহারাষ্ট্রে সরকার গড়েছে ইডি।
এ দিন বিধানসভায় আস্থাভোটের মাঝেই শিবসেনা, কংগ্রেস ও এনসিপি বিধায়কদের অনেকেই 'ইডি, ইডি' বলে চিৎকার করছিলেন। যা নিয়ে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র। বলেন, 'এটা সত্যি যে নতুন সরকার ইডি-ই তৈরি করেছে।'
কেন এমন মন্তব্য করলেন ফড়নবিশ? নিজেই তার ব্যাখ্যা করেন উপমুখ্যমন্ত্রী। দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "নতুন সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। একনাথের নামের ইংরেজি বানান 'এ' ও দেবেন্দ্রর বানান ইংরেজিতে 'ডি' দিয়ে শুরু। যা একত্রে ইডি।"
আরও পড়ুন- চরম বিপাকে উদ্ধব-ঘনিষ্ঠ সাংসদ, শিণ্ডে আস্থা ভোটে জিততেই গ্রেফতারি পরোয়ানা জারি
২০১৯ সালে শিবসেনার সঙ্গে ভোটে লড়লেও মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে বিজেপি-সেনা জোট ভেঙে যায়। তারপর এনসিপি নেতা অজিত পাওয়ারকে সঙ্গী করে ৮০ ঘন্টা কুর্সিতে বসেছিলেন দেবেন্দ্র। কিন্তু, উদ্ধব ঠাকরেরা এনসিপি, কংগ্রেসের সঙ্গে করে ক্ষমতায় আসে। সেই সময়ই ফড়নবিশ বলেছিলেন যে, 'আমি ক্ষমতায় ফিরবই।'
যা নিয়ে নেট মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছিল কুর্সি হারানো সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সেদিনের ট্রোল নিয়ে সোমবার মুখ খোলেন দেবেন্দ্র ফড়নবিশ। বলেন, 'তখন আমাকে অনেকেই কটাক্ষ করেছিলেন। এখন আমার প্রতিশোধ নেওয়ার সময়। কিন্তু আমি ওদের ক্ষমা করে দিচ্ছি।'