Advertisment

Baba Siddique Murder: মুম্বইয়ে এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা NCP নেতা বাবা সিদ্দিকী! নেপথ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং

NCP leader’s killing: মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে খুন। জেলবন্দি লরেন্স বিষ্ণোইয়ের হাত দেখছে মুম্বই পুলিশ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Baba Siddique Murder,baba siddique, baba siddique news,বাবা সিদ্দিকী খুন, বাবা সিদ্দিকী

ছবির বাঁদিকে অজিত পাওয়ারের সঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী, গত আগস্ট মাসে তোলা ছবি। ডানদিকে, বান্দ্রা পূর্বে যেখানে তাঁকে গুলি করে খুন করা হয়। এক্সপ্রেস ফটো।

NCP Leader and Ex-Maharashtra Minister Shot Dead: NCP নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীকে গুলি করে খুন। মুম্বই পুলিশ শনিবার রাতেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা এবং তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী খুনে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। ওয়াই-লেভেল ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও, সিদ্দিকীকে তিন দুষ্কৃতী গুলি করে খুন করে। যাদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

Advertisment

বাবা সিদ্দিকী খুনে কংগ্রেস সহ বিরোধী দলগুলির নেতারা মহারাষ্ট্রে ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপের জন্য শিন্দের নেতৃত্বাধীন সরকারের কাছে জবাবদিহি চেয়েছেন। শরদ পাওয়ার সহ অনেক নেতা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের পদত্যাগ দাবি করেছেন। এদিকে, মুম্বাই পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে সনাক্ত করেছে এবং আটক করেছে। এদের একজন হরিয়ানার এবং অন্যজন উত্তর প্রদেশের বাসিন্দা। তৃতীয় ব্যক্তি পলাতক বলে জানা গেলেও মামলাটি মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবা সিদ্দিকী তাঁর বিধায়ক-পুত্র জিশান সিদ্দিকীর বান্দ্রা পূর্বের অফিস থেকে বেরিয়ে তাঁর গাড়িতে উঠছিলেন। পুলিশ জানিয়েছে, ঠিক সেই সময়ে তাঁকে লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি তাঁর বুকে এবং একটি তাঁর পেটে লাগে। তড়িঘড়ি তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন- Pawan Khera top trending on Google search: হরিয়ানায় কংগ্রেস হারতেই Google-এ ট্রেন্ডিং পবন খেরা, কেন জানেন?

আরও পড়ুন- Rahul Gandhi: নির্বাচনী ফলাফলের পর প্রথম মুখ খুললেন রাহুল, কী বললেন কংগ্রেস নেতা?

বাবা সিদ্দিকী তিনবার কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯৯ থেকে ২০১৪ পর্যন্ত বান্দ্রা পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। নিহত সিদ্দিকী ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কংগ্রেস-এনসিপি সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

baba siddique shot Baba Siddique Murder mumbai ncp
Advertisment