Advertisment

'লৌহপুরুষ' এর ৯৫, জন্মদিনে বাড়িতে গিয়ে আদবানিকে শুভেচ্ছাবার্তা মোদীর

বিজেপি নরেন্দ্র মোদীকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পরই আদবানি গেরুয়া শিবিরে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Advani_Modi

জন্মদিনে শুভেচ্ছা জানাতে আদবানির বাড়িতে মোদী।

মঙ্গলবারই ৯৫ বছরে পা দিলেন বিজেপির 'লৌহপুরুষ' লালকৃষ্ণ আদবানি। দেশের নানা প্রান্ত থেকে দলের প্রবীণতম এই নেতাকে শ্রদ্ধা জানালেন বিজেপি নেতৃত্ব। আদবানির জন্মদিন উপলক্ষে অনেকেই আবার প্রবীণ রাজনীতিবিদের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করেছেন। দলের পক্ষ থেকে আদবানির বাড়ি গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Advertisment

বিজেপির এই প্রতিষ্ঠাতা সদস্যকে গেরুয়া পার্টির অন্যতম স্থপতি বলেই মনে করেন আপামর দেশবাসী। বিজেপিকে সর্বভারতীয় দল করে তোলার পিছনে তাঁর অবদান ছিল অসামান্য। দল মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পর থেকেই আদবানি কার্যত ব্যাকফুটে। সেই আদবানির জন্মদিনে তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'দেশের উন্নতিতে তাঁর অবদান রীতিমতো স্তম্ভের মত। গোটা দেশ তাঁকে শ্রদ্ধা করে। তাঁর দৃষ্টিভঙ্গি এবং বুদ্ধিমত্তার প্রশংসা করে। বিজেপির গঠন এবং তাকে শক্তিশালী করে তোলার কাজে তাঁর ভূমিকা অতুলনীয়। আমি তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।'

আদবানি শুধু বিজেপি নেতাই নন। দেশের উপপ্রধানমন্ত্রীও ছিলেন। সেই প্রসঙ্গ টেনে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, 'একদিকে আদবানি সংগঠনকে শক্তিশালী' করেছেন। অন্যদিকে তিনি সরকারের অংশ হিসেবে দেশের উন্নয়নে 'গুরুত্বপূর্ণ অবদান' রেখেছেন। কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গড়কড়ি প্রাক্তন বিজেপি সভাপতি আদবানিকে, 'উৎসাহের উৎস' বলে মন্তব্য করেছেন। আদবানির সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন, 'সমাজ, দল এবং দেশের উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।'

আরও পড়ুন- মস্কোয় মোদীর দূত, রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শংকর, কড়া নজর আমেরিকার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আদবানি কালো টাকার বিরুদ্ধে জন চেতনা যাত্রা করেছিলেন। তিনি টুইট করেন, 'সেই দায়বদ্ধতাকেই মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে চলেছেন। আর, প্রশাসনের স্বচ্ছতায় পদক্ষেপ করেছেন।' কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শংকর, হর্ষদীপ সিং পুরী, কিরণ রিজিজু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিয়ুরাপ্পাও তাঁদের বার্তায় বর্ষীয়ান বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Read full story in English

modi LK Advani Birthday
Advertisment