তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নামে ফের মামলা ত্রিপুরা পুলিশের। আরও তিনটি নতুন মামলা করায় হয়েছে তৃণমূল নেতার নামে। এর আগেও কুণালের নামে মামলা করেছিল বিপ্লব দেবের পুলিশ। সেই মামলায় আগরতলায় গিয়ে হাজিরাও দিতে হয়েছিল কুণালকে। এবার ফের তিন মামলায় নাম জড়িয়েছে কুণাল ঘোষের। 'ভালো, ত্রিপুরা ঘুরে দেখব', টুইটে প্রতিক্রিয়া তৃণমূল নেতার।
একুশের ভোটে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর থেকেই তৃণমূলের পাখির চোখ পড়শি রাজ্য ত্রিপুরা। পালা করে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল নেতারা। ইতিমধ্যেই একাধিকবার ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরে ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ একাধিক তৃণমূল নেতা ত্রিপুরায় দলের সাংগঠনিক শক্তি পোক্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। ত্রিপুরায় স্টিয়ারিং কমিটি গড়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর কাজ চালাচ্ছে তৃণমূল। তবে ত্রিপুরায় দলীয় কর্মসূচি রূপায়নে পদে-পদে বাধার মুখোমুখিও হতে হচ্ছে জোড়াফুল শিবিরকে।
কুণাল ঘোষের বিরুদ্ধে আগেও মামলা করেছে ত্রিপুরা পুলিশ। বিপ্লব দেবের প্রশাসন তাঁকে গ্রেফতারের চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন কুণাল। সপ্তাহখানেক আগেই একটি মামলায় হাজিরা দিতে আগরতলায় গিয়েছিলেন কুণাল।এবার ফের তাঁর নামে আরও তিনটি মামলা করেছে ত্রিপুরা পুলিশ। প্রতিক্রিয়া দিতে গিয়ে কুণাল ঘোষ টুইটে লিখেছেন, 'ত্রিপুরায় আরও তিনটি নতুন মামলা আমার নামে। বিজেপি রামরাজ্য বলছে। আমি সীতার বনবাস আর পাতালপ্রবেশ বলেছি।আমার দাবি রাজনীতি থেকে ধর্ম দূরে রাখা হোক। রামকে রাজনীতির ব্যবসায় নামাবেন না।নোটিস পেতে শুরু করেছি।প্রত্যন্ত এলাকার থানাতেও পরিকল্পিতভাবে মামলা।ভালো, ত্রিপুরা ঘুরে দেখব।'
আরও পড়ুন- নজরে পাঁচ রাজ্যের নির্বাচন, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদী
উল্লেখ্য, সম্প্রতি আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরেও তুমুল উত্তেজনা তৈরি হয়। শেষ মুহূর্তে সভার স্থান বদলের নির্দেশ দেয় পুলিশ। যদিও আদালতের হস্তক্ষেপে শেষমেশ পুরনো জায়গাতেই সভা করেন অভিষেক। ত্রিপুরায় দলের কাজ দেখতে গিয়ে এর আগেও একাধিকবার নেতা-কর্মীদের হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকী দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন