Nirmala Sitharaman’s response to X: মধ্যবিত্তের জন্য ফিরতে চলেছে সুদিন? স্পস্ট করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের মুদ্রাস্ফীতি মাথা চাড়া দিয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দাপটে নাভিশ্বাস উঠেছে আম-আদমির। কবে মিলবে সুরাহা? এই প্রশ্নেই চিন্তিত সকলে।
এমন পরিস্থিতিতে দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্টে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ট্যাগ করে এক ইউজার জানতে চেয়েছেন কবে মধ্যবিত্তের সুদিন ফিরবে জানতে চেয়েছেন। তারই উত্তর দিয়েছেন তিনি। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
রানী এলিজাবেথের পর মোদী, নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত প্রধানমন্ত্রী
দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে সংকটে সকল শ্রেণি-পেশার মানুষ। এমন পরিস্থিতিতে স্বস্তির আশায় দিন গুণছেন আম-আদমি। কবে মিলবে সুরাহা? জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ক্রমবর্ধমান মূদ্রাস্ফীতি নিয়ে অর্থমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোশ্যাল মিডিয়া এক্স-এ ওই ব্যক্তির পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তুষার নামের একজন ব্যবহারকারী এক্স-এ পোস্ট করেছেন যে আমরা দেশের সরকারের প্রচেষ্টা ও অবদানের প্রশংসার দাবি রাখে। আমি বিনীতভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে মধ্যবিত্তদের কিছুটা সুরাহা দেওয়ার জন্য অনুরোধ করছি। যদিও, তা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। তবুও এই অনুরোধ বিবেচনা করার অনুরোধ রইল।
Thank you for your kind words and your understanding. I recognise and appreciate your concern.
— Nirmala Sitharaman (@nsitharaman) November 17, 2024
PM @narendramodi ‘s government is a responsive government. Listens and attends to people’s voices. Thanks once again for your understanding. Your input is valuable. https://t.co/0C2wzaQtYx
কী জবাব দিলেন অর্থমন্ত্রী?
ব্যবহারকারীর এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'আমি আপনার ভাবনা এবং উপলব্ধির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মুদ্রাস্ফীতি নিয়ে আপনার উদ্বেগ বুঝতে পারছি। মোদী সরকার জনসাধারণের প্রতি দায়বদ্ধ। এই সরকার দেশের মানুষের কথা মনোযোগ সহকারে শোনে। আপনার ইনপুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
চোখের পলকে আঘাত হানবে হাইপারসনিক মিসাইল! পাকিস্তান-চিনের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত
পোস্ট ভাইরাল হয়েছে
ভাইরাল হচ্ছে অর্থমন্ত্রীর দেওয়া উত্তর। অর্থমন্ত্রীর এই পোস্টেটি লাইক করেছেন ১ লাখ ৪০ হাজার ইউজার। অনেকেই এই পোস্টে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অর্থমন্ত্রীর এই জবাবের পর মুদ্রাস্ফীতি থেকে সুরাহার আশায় বুক বাঁধছেন কোটি কোটি মানুষ।