Advertisment

Aadhaar Card: আধারে বাধ্যতামূলক NRC নম্বর! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Aadhaar Card: এবার থেকে আধার কার্ডের ক্ষেত্রে লাগবে NRC নম্বর। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যর কোন কোন জেলায় জনসংখ্যার চেয়ে ইস্যু করা আধার কার্ডের সংখ্যা বেশি এমন ধরণের বিষয়কে আটকাতে এবার নজিরবিহীন পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
aadhaar assam

অবৈধ অনুপ্রবেশ আটকাতে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সহজে আর মিলবে না আধার কার্ড। আধার আবেদনে বাধ্যতামূলক করা হচ্ছে NRC নম্বর

Aadhaar Card: এবার থেকে আধার কার্ডের ক্ষেত্রে  লাগবে NRC নম্বর। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যর কোন কোন জেলায় জনসংখ্যার চেয়ে ইস্যু করা আধার কার্ডের সংখ্যা বেশি এমন ধরণের বিষয়কে আটকাতে এবার নজিরবিহীন পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমে এবার থেকে নতুন আধার কার্ড করতে NRC নম্বর বাধ্যতামূলক করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, 'কেউ যাতে রাজ্যে অবৈধভাবে বসবাস করতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে'। 

Advertisment

এই খবরটি পড়ুন- ব্যস্ত রাস্তার ফুটপাতে মহিলাকে ধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক



অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার ঘোষণা করেছেন যে রাজ্যে আধার কার্ডের জন্য নতুন আবেদনকারীদের রাজ্যে তাদের (এনআরসি) আবেদনের রসিদ নম্বর জমা দিতে হবে। তিনি বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাস আটকাতেই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার।একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি উল্লেখ করেন, আধার আবেদনের সংখ্যা রাজ্যের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে, আবেদনের স্থিতি রাজ্যের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্তত চারটি জেলায় আধার কার্ডের আবেদন সংখ্যা আনুমানিক জনসংখ্যার চেয়ে বেশি, যেটি যথেষ্ট চিন্তার"।

এই খবরটি পড়ুন- সুনামি গতিতে বিক্রি OnePlus-Samsung 5G স্মার্টফোন, রেকর্ড ছাড়ে চমকে যাবেন

কেন এই পদক্ষেপ তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী

শর্মা বলেন, "আধার কার্ডের জন্য আবেদনের সংখ্যা আনুমানিক জনসংখ্যার চেয়ে বেশি... এর থেকে একটা বিষয় স্পট রাজ্যে অবৈধভাবে অনেকে বসবাস করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এই পদক্ষেপের উদ্দেশ্য হল রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা। এখন থেকে আর "অসমে আধার কার্ড সহজে মিলবে না বলেও উল্লেখ করেন তিনি। 

বেশ কয়েকটি জেলায় অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ডেটা অনুসারে ধুবরি জেলায় জনসংখ্যার চেয়ে বেশি লোককে আধার কার্ড দেওয়া হয়েছে। তিনি আরও যোগ করেছেন, "আপনি যদি NRC-এর জন্য আবেদন না করেন, তাহলে আপনি নতুন প্রক্রিয়ায় আধার কার্ড পাবেন না।" তিনি স্পষ্ট করেছেন যে NRC আবেদনের রসিদ দেওয়ার প্রয়োজনীয়তা ৯.৫৫ লক্ষ লোকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যাদের বায়োমেট্রিক্স এনআরসি প্রক্রিয়া চলাকালীন লক করা হয়েছিল। এই ব্যক্তিরা কোনও অতিরিক্ত শর্ত ছাড়াই তাদের আধার কার্ড পাবেন। এছাড়াও, শর্মা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রচেষ্টা জোরদার করার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, গত দুই মাসে বাংলাদেশ থেকে অনেককে আটক করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই খবরটি পড়ুন- Avik Dey: মাথায় ছিল সন্দীপের 'হাত', বর্ধমান মেডিক্যালে অভীকের 'কীর্তি' জানলে চমকে যাবেন!

Aadhaar Card himanta biswa sharma Assam
Advertisment