scorecardresearch

তৃণমূলে যোগ দিতেই মমতা ‘সমালোচক’ রাতারাতি ‘রত্ন’

‘‘তৃণমূলের বিরুদ্ধে ছিলেন বলে খারাপ, তৃণমূলে যোগ দিয়েছেন বলে শিক্ষারত্ন, বোঝা যাচ্ছে রাজ্য সরকারের রত্নগুলো কী রকম’’।

Omprakash Mishra, ওমপ্রকাশ মিশ্র, Sikharatna, শিক্ষারত্ন, তৃণমূলে যোগ দিলেন ওমপ্রকাশ মিশ্র, তৃণমূলে ওমপ্রকাশ মিশ্র, ওমপ্রকাশ মিশ্রের খবর, Omprakash Mishra joins tmc, congress, কংগ্রেস, tmc, Omprakash Mishra news, ওমপ্রকাশ মিশ্রের খবর
মমতা-পার্থর সঙ্গে ওমপ্রকাশ মিশ্র।

কংগ্রেসের ‘হাত’ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওমপ্রকাশ মিশ্রকে শিক্ষাসেলের চেয়ারম্যান করেছিল মমতা বাহিনী। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ওমপ্রকাশ মিশ্রের মুকুটে নয়া পালক জুড়ে দিল মমতা সরকার। শিক্ষক দিবসে রাজ্য সরকারের ‘শিক্ষারত্ন’ পুরস্কার পেলেন যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমপ্রকাশ মিশ্র। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানে একদা তাঁরই ‘সমালোচক’ ওমপ্রকাশের হাতে মানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। মমতার ‘পরিচিত সমালোচক’ তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁকে শিক্ষারত্ন পুরস্কার প্রদানকে ঘিরে সরব হয়েছে বিরোধীরা।

এ প্রসঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘দলের হালটা একবার বুঝুন। কাল যে গালি দিয়েছেন, আজ সে শিক্ষারত্ন পাচ্ছেন। শুধু শিক্ষারত্ন নয়, নবরত্ন সভায় জ্বলজ্বল করবেন এবার’’। বাম পরিষদীয় দলের নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে ছিলেন বলে খারাপ, তৃণমূলে যোগ দিয়েছেন বলে শিক্ষারত্ন, বোঝা যাচ্ছে রাজ্য সরকারের রত্নগুলো কী রকম’’।

আরও পড়ুন: বৈশাখীই ব্ল্যাকমেল করছেন, শোভনের কোনও হাত নেই: রত্না

Omprakash Mishra, ওমপ্রকাশ মিশ্র, তৃণমূলে যোগ দিলেন ওমপ্রকাশ মিশ্র, তৃণমূলে ওমপ্রকাশ মিশ্র, ওমপ্রকাশ মিশ্রের খবর, Omprakash Mishra joins tmc, congress, কংগ্রেস, tmc, Omprakash Mishra news, ওমপ্রকাশ মিশ্রের খবর
বিধানসভায় মমতা-পার্থর সঙ্গে ওমপ্রকাশ মিশ্র। ছবি: ইউটিউব।

বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে পাল্টা তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওমপ্রকাশের নাম শিক্ষা দফতর দেয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে আমাদের দফতরে ওঁর নাম পাঠানো হয়েছে। অন্য নাম থাকলে বিবেচনা করতাম। এতে রাজনীতির কোনও গন্ধ নেই’’।

আরও পড়ুন: ‘মহুয়া মৈত্রই আমাকে দেবশ্রীর সঙ্গে কথা বলতে বলেছেন’, বিস্ফোরক দিলীপ

অন্যদিকে শিক্ষারত্ন পাওয়ার পর ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘প্রতিবছর ওঁরা সম্মাননার ব্যবস্থা করেন, আজও হয়েছে। আমায় ও আমার এক সহকর্মীকে দেওয়া হয়েছে। শিক্ষাদুনিয়ায় ৩২ বছর ধরে যুক্ত, তারই হয়তো ছোটো স্বীকৃতি’’।

উল্লেখ্য, গত বুধবার বিধানসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। সেদিন বিধানসভায় ওমপ্রকাশের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়রা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ওমপ্রকাশ মিশ্রকে দলে শিক্ষা সেলের চেয়ারম্যান করা হয়েছে। পাশাপাশি তিনি কোর কমিটির সদস্যও থাকবেন। তৃণমূলে যোগ দিয়েই প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর দাবি, ‘‘এ রাজ্যে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই তৃণমূলকে সহযোগিতা করছে না কংগ্রেস। বিজেপির মোকাবিলায় এছাড়া কোনও পথ নেই। ’’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Omprakash mishra sikharatna tmc mamata banerjee congress