Advertisment

'কিসের এত অহংকার!', 'ক্ষুব্ধ' সৌমিত্র-র নিশানায় এবার কে?

জল এবং দুধের বন্ধুত্ব নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ।

author-image
IE Bangla Web Desk
New Update
soumitra khan apologises for his facebook comment against state bjp leaders

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

জল এবং দুধের বন্ধুত্ব নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। সোশাল মিডিয়ার দীর্ঘ পোস্টে বিজেপি সাংসদ লিখেছেন, 'জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে।' এই পোস্ট ঘিরেই আপাতত অস্বস্তি বাড়ছে বিজেপিতে। সরগরম পদ্মবন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী- কাকে নিশানা করে এই পোস্ট তা নিয়েই এখন গেরুয়া শিবিরে জল্পনা বাড়ছে।

Advertisment

ইতিমধ্যেই বিজেপিতে বেনোজল প্রবেশ নিয়ে সরব হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ। ফেসবুক পোস্টেও প্রকৃত বিজেপি ও বেনোজলদের ফারাক বোঝাতে এই বিজেপি সাসংদ লিখেছেন, 'দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব! তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়! কিন্তু ……এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে!'

এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই রাজ্য যুব মোর্চার সভাপতি পদে ইস্তফার ঘোষণা করেন তিনি। তোপ দাগেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। দল পরিচালনায় দিলীপবাবু নিরপেক্ষ নন বলে অভিযোগ তাঁর। তাঁর নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ফেসবুক পোস্টে বোমা ফাটান তিনি। তাঁর অভিযোগ ছিল, 'বিজেপিতে নিজেকে জাহির করতে চাইছেন শুভেন্দু'। যদিও পরে রণংদেহী মেজাজ থেকে সরে আসেন সৌমিত্র। তাঁর পদত্যাগের খবর 'ভুয়ো' বলে জানান।

আরও পড়ুন- বেসুরোদের চরম কটাক্ষ, ‘অন্য গাছের ছাল’ বলে তুলোধোনা দিলীপের

যদিও শুভেন্দু অধিকারী দলীয় সতীর্থের অভিযোগ গুরুত্বহীন বলে এড়িয়ে যান। তবে, সৌমিত্রকে পাল্টা নিশানা করেন দিলীপ ঘোষ। দলে বেসুরোদের তাঁর বার্তা, 'নতুনরা দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাঁদের সমস্যা হচ্ছে। পুরনোদের কোনও সমস্যা নেই। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, এখন খসে পড়ে গিয়েছে।'

তবে, লাগাতার শব্দ বিস্ফোরণের পরও সৌমিত্র খাঁ-য়ের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূল পদক্ষেপ করেনি দল। 'জল-দুধ' বোমার পর আদৌ তা করে কিনা এখন রাজনৈতিক মহলের নজর সেদিকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari Soumitra Khan dilip ghosh bjp
Advertisment