তামিলনাড়ুর আসন্ন বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট গড়েই লড়ায়েই কথা জানিয়েছে এআইএডিএমকে। কিন্তু রাজ্যে পরিবর্তনের হওয়া রয়েছে। যা আঁচ করেই রজনীকান্তকে নিজেদের দিকে টানতে মরিয়া তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পন্নিরসেলভাম। বৃহস্পতিবারই নতুন দল গঠন করে জানুয়ারিতে রাজনীতির ময়দানে নয়া ইনিস শুরুর কথা ঘোষণা করেছেন থালাইভা। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই দক্ষিণী সুপার স্টারকে কিছুটা আগ বাড়িয়েই জোটের বার্তা দিয়েছেন এআইএডিএমকে-র সাংগঠনিক কোঅর্ডিনেটর পন্নিরসেলভাম। তবে, এ বিষয়ে মুখ খোলেননি দলে পন্নিরসেলভামের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী।
শুক্রবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী বলেছেন, 'মহান অভিনেতা রজনীকান্তের রাজনীতিতে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। রাজনীতিতে সবই সম্ভব। সুযোগ থাকলে রজনীকান্তের দলের সঙ্গে জোট হবে।'
তবে কী জোট ঘিরে শাসক দলের অন্দরে বিরোধী দানা বেঁধেছে? এ প্রসঙ্গে আইএডিএমকে-র মুখপাত্র ভাইগাইচেলভম জানিয়েছেন, 'দলের মধ্যে গোষ্ঠীবিবাদ বা বিতর্ক নেই। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন গণতান্ত্রিক দেশে নিয়ম মেনে যে কেই গল তৈরি করতে পারেন। উপমুখ্যমন্ত্রী সাধারণভাবেই একটি মন্তব্য করেছেন মাত্র। পন্নিরসেলভামের মন্তব্য রাজনীকান্তকে শুভকামনা হিসাবেই দেখা উচিত।'
রজনীকান্তকে পন্নিরসেলভমের জোটের বার্তাকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলো। ডিএমকে মুখপাত্র বলেছেন, 'রজনীকান্তের দল আমাদের ভোট ব্যাংকে প্রবাব বিস্তার করতে পারবে না। বর্তমান রাজ্য সরকারের প্রতি মানুষের বিদ্বেষ-বৈরিতী রয়েছে। রাজ্যবাসী ডিএমকে জেতাতে মরিয়া।'
কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম আবার এইআইএডিএমক-র অন্দরের বিবাদ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। প্রকট করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীর সঙ্গে উপমুখ্যমন্ত্রী পন্নিরসেলভামের বিরোধ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রজনীকান্ত জানিয়েছেন যে ২০২১ সালের জানুয়ারি মাসেই নিজের দল ঘোষণা করে রাজনৈতিক ময়দানে পাকাপাকিভাবে অভিষেক ঘটাতে চলেছেন তিনি। ৩১ ডিসেম্বরই দল সম্পর্কীয় যাবতীয় তথ্য ঘোষণা করবেন বলে তিনি জানান। একটি টুইট শেয়ার করে দক্ষিণী সুপারস্টার বলেন, “স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, সৎ এবং ধর্মনিরপেক্ষ দলেরই পরবর্তী নির্বাচনে জয় হবে। আশা করছি মিরাকেল হবেই। আমরা পরিবর্তন আনবই। এক্ষুণি নয়তো বা আর কখনও নয়….।”
মুখ্যমন্ত্রী পদে রজনীকান্তকে দেখার দাবি তুলে অনেক দিন আগে থেকেই তামিলনাড়ুর বিভিন্ন শহরে পোস্টার পড়তে শুরু করেছে। রজনী মাক্কাল মান্দ্রামের সদস্যদের মুখে এখন একটাই কথা, আন্নাকে তাঁরা মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চান। কারণ তাঁদের বিশ্বাস, একমাত্র রজনীকান্তই পারবেন রাজ্যে পরিবর্তনের ঝড় তুলতে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন